করোনার টিকা নিলেন চিত্র নায়িকা সাদিয়া মির্জা
মার্চ ০৯ ২০২১, ১৪:২২
করোনার টিকা নিলেন চিত্র নায়িকা সাদিয়া মির্জা
অনন্যা অনু, বিনোদন প্রতিবেদকঃ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরামের যুগ্ম আহ্বায়ক চিত্রনায়িকা সাদিয়া রহমান আজ করোনার প্রথম ডোজ গ্রহণ করলেন রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের। টিকা গ্রহণের পর চিত্র নায়িকা সাদিয়া গণমাধ্যমকে বলেন, ” টিকা গ্রহণের পর আমার কিছুটা বমি হয় এবং শরীরে এখনো জ্বর হয়েছে।
তবে চিকিৎসকরা বলছেন, এই বমি টিকার কারণে নয়। বমি হয়েছে আমার উচ্চ রক্তচাপের কারণে। আমার শরীরের বডি ফিটনেস অনুযায়ী প্রেসার থাকা উচিত ৯০-১১০/১২০ কিন্তু আমার প্রেসার ছিলো ১৩০। ৩০ মিনিট হাসপাতালে অবস্থান করার পর আমি বাসায় চলে আসি। এখন হালকা জ্বর অনুভব করছি। তাছাড়া সবকিছু স্বাভাবিক।
” চিত্র নায়িকা সাদিয়া আরো বলেন, ” আমাদের সবার উচিত করোনার টিকা গ্রহণ করা। টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেই পারে। এতে ঘাবড়াবার কিছু নেই। হালকা জ্বর ছাড়া আমি এখন পুরোপুরি স্বাভাবিক বোধ করছি। ” সাধারণ মানুষদের মধ্যে টিকা গ্রহণে ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনি শিল্পী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
শরীরে করোনার টিকা নিয়ে কেমন অনুভূতি হয় জানেন?
https://www.youtube.com/watch?v=3FKpbgOS-Hc&list=RDMM3FKpbgOS-Hc&start_radio=1