একা পেয়ে বাড়িতেই উপর্যুপরি ধর্ষণের পর পৈচাশিকভাবে হত্যা
ধর্ষকদের হিংস্র থাবার বলি হীরা মনি
জুন ১৩ ২০২০, ২১:৪২
ঝলক নিউজ: লক্ষীপুর প্রতিনিধি ।
ধর্ষকদের হিংস্র থাবার বলি হিরা মনি; ধর্ষনের পর পৈচাশিকভাবে হত্যা করা হয় ।
লক্ষ্মীপুরে ক্যান্সারে মৃত স্বামীর লাশ আনতে স্ত্রী গেছেন ঢাকাতে। এদিকে বাড়িতে রেখে যাওয়া ৯ম শ্রেণীর কন্যা হিরা মণিকে দিনের আলোতে ধর্ষণ করে মেরে ফেলেছে জানোয়ারের দল। মেয়েটির নাম হিরা মনি। মেয়েটি পালের হাট পাবলিক হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। লক্ষীপুর জেলার সদর-৩ আসনের দক্ষিণ হামছাদি ইউনিয়নের গোপীনাথপুরের বাসিন্দা। মেয়েটির বাবা হারুণ দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত
তার মা এবং বাবা উভয়ে ঢাকায় আছে চিকিৎসা সেবা নেয়ার জন্য।মেয়েটি এতদিন তার মামার বাড়িতে অবস্থান করছিল কিন্তু গতকাল সকাল আনুমানিক ১০:৩০ আগামীকাল ঢাকা যাওয়ার উদ্দেশ্য নিজ বাড়ি আসলে কিছু নরপশু হায়েনার দল মেয়েটিকে একা পেয়ে বাড়িতেই উপর্যুপরি ধর্ষণের পর হত্যা করে।
উক্ত ঘটনাটি ঘটেছে লক্ষীপুর সদর থানার।। ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের পশ্চিম গোপীনাথপুরে। আজিম উদ্দিন পাটোয়ারী বাড়ির, অসুস্থ হারুন সাহেবের এর কিশোরি মেয়ে (হিরা মনি) নবম শ্রেণীর ছাত্রীকে দুপুরে ধর্ষনের পর পৈচাশিকভাবে হত্যা করা হয় ।
তার বাবা অসুস্থ ঢাকায় একটা হাসপাতালে তার মা সহকারে আছে। মেয়েটি ১২ জুন শুক্রবার সকাল ১০.৩০ নাগাদ আনুমানিক নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আসে,এবং আগামীকাল ঢাকায় যাওয়ার কথা ছিলো । যে কোনো মূল্যে এই হত্যার বিচার চায় এলাকাবাসী ।