বেলস পার্কে

যা ঘটলো ফরচুন বরিশালের অনুষ্ঠানে

ফেব্রুয়ারি ১০ ২০২৫, ১০:১৩

Spread the love

বরিশাল প্রতিনিধি:

বিগত বছর ফরচুন বরিশাল কাপ জিতলেও বার বার পরিকল্পনা করেও বিভিন্ন কারণে, বরিশাল কাপ নিয়ে আসতে পারেনি দলটি। কিন্তু গত ৭ ফেব্রুয়ারি ২য় বারের মত চ্যাম্পিয়ন হলে ফানাইলে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল মিডিয়ায় ঘোষণা দেন ৯ তারিখ কাপ নিয়ে বরিশাল আসছেন পুরো টিম। পরের দিন ফরচুন বরিশালের মালিক নিজে ভেরিফাইড পেজ থেকে ঘোষণা দেন হ্যাঁ বরিশাল আসছেন তারা। দুপুর ২টা থেকে ৫টা অবধি কাপ বেলস পার্কে রাখা হবে। দুপুর ১২টা থেকে বেলস পার্কে জমা হতে থাকে ভক্তবৃন্দ। আস্তে আস্তে তা কানায় কানায় পুর্ণ হয়ে যায়।

কিন্তু ভক্তরা বার বার মঞ্চ খালি করে দিতে অনুরোধ করলেও মঞ্চে থাকা টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটর, প্রশাসন ও সংবাদ প্রতিনিধিরা পুরো মঞ্চ জুড়ে অবস্থান করেন। অতিথিদের মঞ্চে পৌছাতে বিলম্ব হয়, বিকাল ৪.৩০ মিনিটের পরে তারা বরিশাল বেলস পার্কে উপস্থিত হন এবং উৎসুক জনতার উম্মাদনার প্রতি শ্রদ্ধা জানান, তখনো মঞ্চে ছিলো প্রচুর লোকজন।

বরিশালবাসী অতি ভদ্রতার পরিচয় দিয়েছেন, অতিথিরা মঞ্চে থাকা অবস্থায় কোনো বিশৃংখলা করেন নি। তারা চলে যাওয়ার পরে মঞ্চে থাকা লোকজনের উপরে ক্ষিপ্ত হন ভক্তরা, কারণ তাদের কারণেই অনুষ্ঠান সংক্ষিপ্ত হয়েছে।

জনমনে প্রশ্ন হচ্ছে এটাকে কোনো অনুষ্ঠান বলেনা, মঞ্চটি আরো বড় করা প্রয়োজন ছিলো, চারপাশ খালি রেখে সেখানে নিরাপত্তা ব্যবস্থা করা, দুই পাশে সংবাদ প্রতিনিধিদের ক্যামেরা বসানোর ব্যবস্থা, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা ব্যবস্থা রাখা উচিত ছিলো। আর এত বড় একটি প্রোগ্রামে সাউন্ড সিস্টেম ছিলো প্রশ্নবিদ্ধ, আর মঞ্চে যে গান বাজানো হলো তা ছিলো দেশের শিল্পীদের জন্য অপমানজনক। সাউন্ড সিস্টেম দেখে কেউ মনে করেনি যে এই সাউন্ড দিয়ে কোনো কনসার্ট হতে পারে।

বরিশাল ক্রিকেট উম্মাদনা বেশি, তাই আরো বেশি পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন অনেকে এবং বরিশালের মাঠে ক্রিকেট খেলা অনুষ্ঠানের প্রতি আহবান জানিয়েছেন অনেকে।

কমেন্ট

https://fb.watch/xFdjgD2I_-/

ফরচুন বরশালের গান লিখলেন

https://www.facebook.com/reel/633082422635488https://www.facebook.com/reel/633082422635488



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »