শরীরে করোনার টিকা নিয়ে কেমন অনুভূতি হয় জানেন?

Spread the love

‘Pfizer’ নামক একটি সংস্থা কিছুদিন আগে দাবি করেছিল, করোনা ভ্যাকসিন আবিষ্কারে তারা ৯০ শতাংশ সফল। এবার তৃতীয় দফার ট্রায়াল শেষ হলেই বাজারে আসতে পারে সেই টিকা।

সেই ভ্যাকসিন আবি’ষ্কারে সহায়তা করা স্বেচ্ছাসে’বকরা জানান, টিকা নেও’য়ার পর তাদের হ্যাংও’ভার ছিল। এ ছাড়া মাথা’ব্যথা ও জ্বরও এসেছিল। বেশ ক’য়েকজন স্বেচ্ছাসেবক জানিয়ে’ছেন, তারা শরীরের একা’ধিক অংশের পে’শিতে ব্যথা অনুভব ক’রেছেন।

ছয়’টি দেশের ৪৩ হাজার ৫০০ জন স্বে’সেবক এই সংস্থার করোনা ভ্যাক’সিনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন।

তাদের মধ্যে ৪৪ বছর বয়সী একজন স্বেচ্ছাসেবক গ্লেন ডে’শিল্ডস জানান, ভ্যাকসিন নেওয়ার পরই হ্যাংওভার ছিল তার। এমনকি ফ্লু’ হওয়ার পর ঠিক যা যা হয় সেগুলো হচ্ছিল। মা’থাব্যথা, জ্বর ছিল। প্রথম দফায় এগুলো তেমন গুরুতর আকার নেয়নি। তবে দ্বিতীয়বার ট্রায়ালে জ্বর, মাথাব্যথা ও মাংসপে’শিতে ব্যথা ছিল অনেকটাই বেশি।

স্বেচ্ছাসে’বকদের মধ্যে অনেকেই এ’কের পর এক পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেছি’লেন বলে জানিয়েছেন।

সূত্র: জি নিউজ



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »