বেকারত্ব কমে আসবে বলে আশা

প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে চাকরি দিতে যাচ্ছে সরকার

Spread the love

যোগ্যতা কমপক্ষে এইচ এসসি পাশ হতে হবে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখুন এখানে। প্রতি পরিবার থেকে অন্তত একজন পাবে চাকরি ।

প্রতি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার উদ্যোগথাকছে আসন্ন বাজেটে গ্রামকে শহরে রূপান্তর এবং প্রতি পরিবার থেকে চাকরি দেওয়া দুটি বিষয়কে গুরুত্ব দিয়েই এবারের বাজেট প্রণয়নের কাজ করছে অর্থ বিভাগ ওই দুটি বিষয়ে বিশেষ নজর দিতে নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পল্লী খাতে বিশেষ বরাদ্দ দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে

সূত্র মতে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে তৈরি করা হচ্ছে আসন্ন বাজেট। মূল প্রতিপাদ্য ধরা হচ্ছেগ্রাম হবে শহর গ্রামকে ধীরে ধীরে শহরে রূপান্তর করার রূপরেখা তুলে ধরা হবে বাজেটে

জানা গেছে, অর্থমন্ত্রী মুস্তফা কামাল প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন আগামী  জুনে। এবার যে বাজেট তিনি উপস্থাপন করবেন তাতে বেশ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। প্রথমত, পুরো বাজেট সাজানো হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে। দ্বিতীয়ত, মানে আকারে বৃহৎ হলেও বাজেট হবে সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় এ উদ্যোগের কথা বিশেষভাবে বলা হবে। বাজেটসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক বাংলাদেশ গড়তে হলে প্রথমেই বেকারত্ব কমিয়ে আনা এবং শহর নির্ভরতা কমাতে হবে। অর্থমন্ত্রী এ বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। প্রতি পরিবার থেকে চাকরি দেওয়ার উদ্যোগ নিলে বেকারত্ব কমে আসবে বলে আশা করছে সরকার।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »