এনজিওদের বিভিন্ন দপ্তর অনুমোদন ও ফান্ড মনিটরিং করায় সঠিক শৃংখলা রাখা কঠিন

এনজিও বিষয়ক মন্ত্রনালয় প্রয়োজন

ফেব্রুয়ারি ০৭ ২০২১, ২০:০৩

Spread the love

এনজিও বিষয়ক মন্ত্রনালয় প্রয়োজন

এনজিওদের বিভিন্ন দপ্তর অনুমোদন ও ফান্ড মনিটরিং করায় সঠিক শৃংখলা রাখা কঠিন;

আজকের ঝলক নিউজ :

বাংলাদেশের উন্নয়নে যেসকল সেক্টর কাজ করছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এনজিও সেক্টর । এনজিও সেক্টরের কর্মীগণ খুবই সফলভাবে তাদের কাজগুলোর ফলাফল অর্জন করতে পারে যার বাস্তব উদাহরণ হলো ক্ষুদ্র ঋণ, বিভিন্ন ব্যাংক ও সংস্থা ক্ষুদ্র ঋণ কাজ শুরু করলেও এনজিওরাই সফলতার মুখ দেখেছে এর প্রধান কারণ হলো জবাবহিতা ও কর্মীদের সততা ও নিষ্ঠা । এনজিও কর্মীদের জন্য চাই সমতা ও নায্যতা; প্রয়োজন জিও-এনজিও উদ্যোগ

দেশে হাজার হাজার এনজিওতে লক্ষ লক্ষ এনজিও কর্মীরা দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে ।

বাংলাদেশে বর্তমানে আড়াই লাখ এনজিও আছে যেখানে কাজ করছেন লক্ষ লক্ষ এনজিও কর্মী । প্রতিদিন এনজিওগুলী কর্মীদের মাধ্যমে বিনিয়োগ ও আদায় করছেন লক্ষ লক্ষ টাকা । এনজিও কর্মীরা নিজেরাও জানেন তাদের মাধ্যমে মাসে কত টাকা লাভ করে সংস্থা গুলো । খুবই নগন্য সংখ্যক এনজিও কর্মীদের টাকা নিয়ে ঝামেলা থাকলেও । প্রায় ৯৯ ভাগ কর্মীই সততার সাথে কাজ করছেন । তবে এনজিও কর্মীদের ভাগ্যের তেমন কোন উন্নয়ন হচ্ছে না ।এনজিওদেরকে সু-সংস্কৃতি অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন পিকেএসএফ

অনেক এনজিও কর্মী চাকুরী ছেড়ে দেয়ার পরে আর্থিক লেনদেনের সাথে যুক্ত থাকায় ঝামেলার শিকার হচ্ছেন । তাই কর্মীদের নিরাপত্তার জন্য মনিটরিং ব্যবস্থা জোড়দার করা জরুরী । যেমন বেতন নির্ধারণ, বাৎসরিক পারফরমেন্স এর আলোকে বেতন নির্ধারণ, ছুটি ও কর্মী পদত্যাগ করলে চুড়ান্ত ছাড়পত্র ও ফাইনাল অর্থ প্রদানের নির্ধারিত সময়সীমা থাকা দরকার । সময় এসেছে এখনই একটি স্বতন্ত্র মন্ত্রনালয় করার ।

দেশের এনজিওর কাজ ভিভিন্ন দপ্তর মনিটরিং করার কারনে নির্ধারিত কোন নিয়ম না থাকায় কর্মীদের বেতন এ্যাডজাষ্ট করা হয় এবং চাকুরী ছাড়ার পরে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় তার জমানো পিএফ ও গ্রাইচ্যুটির টাকা পেতে । তাই এ বিষয় পদক্ষেপ গ্রহন করা উচিত যদিও এনজিও বিষয়ক ব্যুরো অত্যন্ত একটি গুরুত্ব পূর্ণ দপ্তর যা দেশের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরিচালিত ।http://www.ngoab.gov.bd/site/page/cd84cf95-019c-4eed-8684-7a3ef0e40c1a/%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%9F%E0%A6%95–%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8

 

 

লেখক ও গবেষক

মোঃ জহিরুল ইসলাম ।

 

 

 

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »