বরিশালে ওয়ার্ল্ডফিশ এর আয়োজনে

সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

প্রেস রিলিজ

বরিশালে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা অনুষ্ঠিত

ইউএসএআইডি এর অর্থায়নে ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ফিড দি ফিউচার বাংলাদেশ একোয়াকাল এন্ড নিউট্রিশন এক্টিভিটি প্রকল্প আজ ২৫ মে, ২০২৩ বরিশালে প্রকল্প অংশীদারদের নিয়ে এক কর্মশালার আয়োজন করেছে।

সকাল ৯:৩০ এ প্রকল্প প্রধান, ড. মঞ্জুরুল করিম – এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে “ওয়ার্কশপ অন সিনার্জিস্টিক পার্টনারশীপ” শিরোনামে আয়োজিত কর্মশালাটি শুরু হয়। ড. করিম বলেন ২০১৮ সালে শুরু হওয়া এ প্রকল্পটি এর মধ্যে ২৩ জেলার ৩৮৫,০০০ মৎস্যচাষীদের কাছে পৌছাতে পেরেছে যাতে করে এ সকল মৎস্যচাষীদের উৎপাদন ২৭ ভাগ বৃদ্ধি পেয়েছে। এ অর্জনের জন্য অংশীদারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা উল্লেখ করে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

নগরীর হোটেল গ্র্যান্ড পার্ক এ আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় ফিড দি ফিউচার বাংলাদেশ একোয়াকাল এন্ড নিউট্রিশন এক্টিভিটি প্রকল্পের আঞ্চলিক অংশীদারী প্রতিস্ঠান সমূহের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগন অংশগ্রহন করেন। এর মধ্যে প্রাইভেট সেক্টর আফতাব ফিড, পদ্মা ফিড, মেগা ফিড, পেট্রোকেম, এসকেএফ, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক সহ, মৎস্য বাংলা হ্যাচারী, হারুন মৎস্য হ্যাচারী সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এছাড়া বেসরকারী সংস্থা সুশীলন ও কোস্ট ফাউন্ডেশনও এতে অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহনকারীগন ইউএসএআইডি এর অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় বাস্তবায়িত ফিড দি ফিউচার বাংলাদেশ একোয়াকাল এন্ড নিউট্রিশন এক্টিভিটি প্রকল্পের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রকল্প পরবর্তী সময়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মৎস্য খাতকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন।

 

উপকূলীয় মৎস চাষের গুরুত

https://www.youtube.com/watch?v=CshhbHuIvzE

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »