এ বিষয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি ও দাতা সংস্থাগুলোর পদক্ষেপ গ্রহন করার সময় এসেছে
এনজিও সংস্থাগুলোর উচিত কর্মীদের বাড়ী বা ফ্লাট নির্মানের জন্য স্বল্পসুদে ঋণ দেয়া : মোঃ জহিরুল ইসলাম
নভেম্বর ২০ ২০২০, ১৪:০৮
এনজিও সংস্থাগুলোর উচিত কর্মীদের বাড়ী বা ফ্লাট নির্মানের জন্য স্বল্পসুদে দীর্ঘমেয়াদী ঋণ দেয়া : মোঃ জহিরুল ইসলাম
এ বিষয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি ও দাতা সংস্থাগুলোর পদক্ষেপ গ্রহন করার সময় এসেছে ।
দেশের প্রায় ৯০% এনজিও ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেন । ক্ষুদ্র ঋণ নিয়ে গবির অসহায় মানুষ সাবলম্বী হবেন এটাই প্রধান উদ্দেশ্য । ক্ষৃদ্র ঋণের ব্যবসা অত্যান্ত লাভজনক বিধায় অনেক এনজিও অন্য কোন পক্ষের ফান্ড ছাড়া নিজেরাই এখন শতকোটি টাকা মূলধন নিয়ে ব্যবসা করছেন ।
অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মীগনের ভাগ্যের পরিবর্তন হলেও এনজিও কর্মীদের তেমন ভাগ্যের পরিবর্তন হচ্ছেনা বিধায় এই সেক্টরটিতে কিছুটা অসন্তোষ বিরোজমান । ব্যাংকের চাকুরীজীবীরা বড় অংকের ঋণ পেলে এনজিও কর্মীদের জন্য ছোট অংকের ঋর সুবিধা দেয়া উচিত । যদিও কোস্ট ট্রাস্টসহ কিছু এনজিওতে কর্মীদের জন্য এ বিষয় ভাবছেন । এরকম করে অন্য সংস্থাগুলো তাদের কর্মীদের কর্মী তহবিল ও বেতন নিয়ে ভাবা উচিত কখন তারা একটি বাড়ির মালিক হতে পারবেন !! । কিভাবে তারা সমাজের অন্যপেশার মানুষের সাথে আর্থিকভাবে খাপ খাইয়ে চলতে পারবে । যদিও ইতিমধ্যে আশা তাদের কর্মীদের জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণ করেছেন । অন্য এনজিওদের উচিত এটি অনুসরণ করা ।
এরকম সংবাদ পেতে ও সংবাদ দিতে লাইক দিয়ে সাথে থাকুন https://www.facebook.com/AjkerJholokNews/?modal=admin_todo_tour
সংস্থার নিবেদিত কর্মীদের জন্য সংস্থার তহবিল অথবা কর্মী কল্যান তহবিল থেকে ঋণের ব্যবস্থা করা যেতে পারে যাতে তারা নিজেরা ১০-১৫ বছর চাকুরি করে অন্তত একটি বাড়ি করার স্বপ্ন দেখতে পারে এ পদক্ষেপ নিলে কর্মীদের মধ্যে কাজের গতি থাকবে এবং কাজে মনোনিবেশ করতে পারবে ও নিরাপত্তাবোধ করবে ।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্মীদের বাড়ী বা ফ্লাট নির্মানের জন্য স্বল্পসুদে দীর্ঘমেয়াদী ঋণ দেয়ার ব্যবস্থা গ্রহন করতে পারেন । আরো সংবাদ https://www.facebook.com/AjkerJholokNews/?modal=admin_todo_tour
লিখেছেন :
মোঃ জহিরুল ইসলাম
সহকারী পরিচালক জেন্ডার ও এ্যকুয়াকালচার ।