কবিতা

সংক্ষিপ্ত জীবন ; জসিম

Spread the love

সংক্ষিপ্ত জীবন

জসীম উদ্দিন আকন

একদিন থাকবো নাকো আমি
চলে যাবো অনেক দূরে,
সবাই দিবে আমায় কবর
কেউ নিবেনা আমার খবর।
একদিন………….আমি।
কেউ আগে কেউ বা পরে
সবাই যাবো একদিন মরে,
আমার কবর আমার বাড়ি
সংগে যাবেনা আমার নাড়ি।
একদিন…………… আমি।
আমার আওলাদ আমার পিছে
শুধু কাদবে মিছে মিছে,
আমার সম্পদ, আমার কর্ম
বুঝবা সে দিনের মর্ম।
একদিন………….. আমি।
আমার হিসাব আমার সামনে
জবাব দিবো আমি কেমনে,
মাফ করে দাও আমার মালিক
তুমিই যে আমার খালিক।
একদিন…………….. আমি
………………………
গুনাহগার বান্দা
জসিম।
বার্তা প্রেরণ: মো: জহিরুল ইসলাম রাজ ‘
https://www.youtube.com/watch?v=eXZyBLC_hLk&t=13s



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »