কবিতা
সংক্ষিপ্ত জীবন ; জসিম
সংক্ষিপ্ত জীবন
জসীম উদ্দিন আকন
একদিন থাকবো নাকো আমি
চলে যাবো অনেক দূরে,
সবাই দিবে আমায় কবর
কেউ নিবেনা আমার খবর।
একদিন………….আমি।
কেউ আগে কেউ বা পরে
সবাই যাবো একদিন মরে,
আমার কবর আমার বাড়ি
সংগে যাবেনা আমার নাড়ি।
একদিন…………… আমি।
আমার আওলাদ আমার পিছে
শুধু কাদবে মিছে মিছে,
আমার সম্পদ, আমার কর্ম
বুঝবা সে দিনের মর্ম।
একদিন………….. আমি।
আমার হিসাব আমার সামনে
জবাব দিবো আমি কেমনে,
মাফ করে দাও আমার মালিক
তুমিই যে আমার খালিক।
একদিন…………….. আমি
………………………
বার্তা প্রেরণ: মো: জহিরুল ইসলাম রাজ ‘
https://www.youtube.com/watch?v=eXZyBLC_hLk&t=13s