আশা এনজিওতে
অফিসেই এনজিও কর্মী খুন হলেন
জুলাই ১৮ ২০২২, ১১:১৯
আজকের ঝলক নিউজ
সিলেট প্রতিনিধি
জানাগেছে সিলেটের ফেঞ্চুগঞ্জে এনজিও সংস্থা আশার ব্যবস্থাপককে নিজ অফিসে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে আশার অফিস কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, অফিসের বাবুর্চি ফজল মিয়া তাকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে।
অন্তঃসত্ত্বা এনজিও কর্মীর লাশ উদ্ধার
দুপুরে ফজলকে রক্তাক্ত অবস্থায় অফিস থেকে বের হতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, ধারালো কিছু দিয়ে কাশেমকে এলোপাতাড়ি কোপানো হয়। মৃত্যু নিশ্চিতের পরই অফিস থেকে পালিয়ে যান বাবুর্চি ফজল।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। অভিযুক্ত পিয়ন কাম বাবুর্চি ফজল মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে কী কারণে কাশেমকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
ঘটনাটি তদন্ত চলছে.. বিস্তারিত আসছে…..জানতে চোখ রাখুন।
আরো পড়ুন ধর্ষণে অন্তঃসত্ত্বা এনজিও কর্মী