করোনা প্রতিরোধে পদক্ষেপ

করোনা সচেতনতায় চরফ্যাশনে জলবায়ু ফোরামের উঠান বৈঠক

ফেব্রুয়ারি ২২ ২০২১, ২২:০৬

Spread the love

করোনা সচেতনতায় চরফ্যাশনে জলবায়ু ফোরামের উঠান বৈঠক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলা, জলবায়ু ফোরামের উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের শীতকালীন দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চরফ্যাশন বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে করোনা সচেতনতায় মাইকিং, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে জনসাধারণকে সচেতনতা কার্যক্রম চলছে।চরফ্যাশনে অস্ত্রসহ সহযোগীসহ ডাকাত আটক;মটর সাইকেলটি জব্দ
মহামারী করোনা ভাইরাসের শুরুলগ্ন থেকে চরফ্যাশনের পৌর সদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাটবাজারসহ পাড়া-মহল্লার বাসাবাড়িতে সচেতনতামূলক উঠান বৈঠক কার্যক্রম করে আসছে উপজেলা জলবায়ু ফোরাম।

করোনাকলীন সময়ে এ প্রচার অভিযানের উদ্ভোধন করেন,  জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক, তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমরা শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি তারই ধারাবাহিকতায় করোনার শীতকালীন দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চরফ্যাশন ব্যাজারসহ বিভিন্ন ইউনিয়নের বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে, পর্যায়ক্রমে চরফ্যাশন উপজেলার প্রতিটি ইউনিয়নেই প্রচারনা চলমান থাকবে।

সোমবার (২২ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভা ১নং ওয়ার্ডের বেপারী বাড়ির উঠোনে সচেতনতা কর্মসূচীর অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক রাশিদা বেগম, বেগম রহিমা ইসলাম কলেজের প্রভাষক ফারজানা আফরোজ শখি,ভোরের কাগজ চরফ্যাশন প্রতিনিধি এআর সোহেব চৌধুরীসহ অন্যান্যরা।চরফ্যাশনে সরকারি জমি প্রভাবশালীর নামে রেকর্ড ও বন্দবস্ত দেয়ার অভিযোগ 
এসময় নারীদের মাঝে মাক্স বিতরণ শেষে বক্তারা করোনা ভাইরাস নিয়ে সচেতনতা ও ভেক্সিন গ্রহণে রেজিষ্ট্রেশন করে ভেক্সিন গ্রহণের জন্য আহবান করেন।https://www.youtube.com/channel/UCLt1AwnVh1Q9dsTTZynOtNw



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »