রাজস্থানকে হারিয়ে ফের শীর্ষে মুম্বাই

Spread the love

স্বপ্নে’র শুরুর পর হারের হ্যাট’ট্রিক। ঠিক উল্টো ছবি মু’ম্বাই ইন্ডিয়া’ন্সের। হার দিয়ে আ’ইপিএল শুরু হলেও জ’য়ের হ্যাট’ট্রিক মুম্বা’ইয়ের। মঙ্গ’লবার (৬ অক্টোবর) রাজ’স্থান রয়্যাল’সকে ৫৭ রানে হারি’য়ে ফের লিগ তালি’কায় শীর্ষ’স্থানে উঠে এল মুম্বা’ই ইন্ডি’য়ান্স। আবুধাবির শেখ জা’য়েদ স্টেডি’য়ামে মুম্বাই ইন্ডিয়া’ন্সের বিরুদ্ধে ১৯৪ রান তা’ড়া করতে গিয়ে ১৩৬ রান শে’ষ হয়ে যা’য় রাজ’স্থান রয়্যাল’সের ইনিংস।

রা’ন তাড়া করতে নে’মে শুরু থেকে’ই নিয়’মিত উইকেট হারা’তে থাকে রাজ’স্থান। মাত্র ১২ রানে তি’ন উইকে’টে তুলে নিয়ে রয়্যা’লস ব্যাটিং’য়ের মেরুদণ্ড ভে’ঙে দেন মুম্বাই বো’লাররা। চূড়া’ন্ত ব্যর্থ স্টি’ভ স্মিথ ও সঞ্জু’ স্যামসন। মা’ত্র ৬ রান করে জাস’প্রীত বুমরাহের শি’কার রয়্যালস অধি’নায়ক। তার’পর খাতা খোলা’র আগে স্যা’মসনকে ডাগ-আউটে ফে’রান বো’ল্ট।

এদি’ন আগে প্রথম ম্যা’চে বর্থ হও’য়া জশস্বী জাসও’য়ালকে ফের সুযো’গ দিয়েছিল রা’জস্থান টিম ম্যানে’জমেন্ট। কিন্তু এদি’নও ব্যর্থ জা’ওয়াল। জোস বাটলারের সঙ্গে ওপে’ন করতে নেমে ইনিং’সের দ্বিতীয় বলেই কো’নও রান না করে’ই ডাগ-আউ’টে ফেরেন তিনি। বোল্টে’র শিকার জাসও’য়াল। মহিপাল লোম’রুর ও বাটলার লড়াই’য়ের চেষ্টা করেন। কি’ন্তু মাত্র ১১ রানে চা’হারের বলে অ’নুকূল রায় দুর্দান্ত ‘ক্যাচ নিয়ে লোম’রুরকে ডাগ-আউ’টে ফেরান।

এরপর বাটলা’র একা লড়াই ক’রার চেষ্টা করেন। ৪৪ ব’লে পাঁচটি ছক্কা ও ৪টি বা’উন্ডারির সাহা’য্যে ৭০ রান করে প্যাটি’নসনের বলে বাট’লার ডাগ-আউটে ফে’রার পর রাজ’স্থানের লড়াই থে’মে যায়। তারপর র’য়্যালেসর লেজ ছেঁ’টে দেন বু’মরাহ। তার দুর’ন্ত বো’লিংয়ের সামনে দেড়’শোর আগেই গুটি’য়ে যায় রাজ’স্থান রয়্যাল’সের ইনিংস। এ’দিন ভয়ংকর ছিলেন বুমরাহ। ৪ ও’ভারে মাত্র ২০ খরচ ক’রে চারটি উই’কেট নেন তিনি। এছা’ড়া প্যাটিন’সন ও বো’ল্ট দু’টি করে উ’ইকেট নেন।

এর আ’গে শেখ জা’য়েদ স্টেডিয়া’মে টস জিতে প্রথ’মে ব্যাটিং’য়ের সি’দ্ধান্ত নিয়েছি’লেন মুম্বা’ই ক্যাপ্টে’ন রোহিত। ডি’কক ও রোহি’তের ব্যাটে দা’রুণ শুরু করে মুম্বা’ই ইন্ডি’য়ান্স। ওপেনিং জুটি’তে ৪৯ রান তোলা’র পর কার্তি’ক ত্যাগির বলে ডা’গ-আউ’টে ফেরে’ন ডি’কক। ১৫ বলে ২৩ রা’ন করেন তিনি। সূর্যকু’মার যাদবের দুর’ন্ত লড়াইয়ে রাজস্থান র’য়্যালসের সামনে ১৯৪ রা’নের টার্গে’ট দিয়েছিল মুম্বাই।’



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »