স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে স্ত্রীর মধ্যে যে গুণ থাকা আবশ্যক?

Spread the love

স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে স্ত্রীর মধ্যে যে গুণ থাকা আবশ্যক?
.
স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য স্ত্রীর মধ্যে প্রধানতঃ যে গুণগুলি থাকা আবশ্যক তা হ’ল
(১) স্বামীর সাথে সর্বদা হাসি মুখে কথা বলা
(২) স্বামীর আদেশ-নিষেধ মেনে চলা। যদি তা শরী‘আতের পরিপন্থী না হয়
(৩) নিজের ইয্যত রক্ষা করা
(৪) স্বামীর ধন-সম্পদ হেফাযত করা
(৫) অল্পে তুষ্ট থাকা।

আল্লাহ বলেন,
সতী-সাধ্বী স্ত্রীগণ হয় (স্বামীর) অনুগত এবং আল্লাহ যা হেফাযতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হেফাযত করে’। (নিসা ৩৪)
.
.
রাসূল (স:) সর্বোত্তম স্ত্রী সম্পর্কে বলেন,

উত্তম স্ত্রী সেই, যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয়। স্বামী কোন আদেশ করলে তা পালন করে এবং নিজের ক্ষেত্রে ও নিজ সম্পদের ক্ষেত্রে স্বামী যা অপসন্দ করেন, সে তা করেনা’।
(নাসাঈ, মিশকাত হা/৩২৭২)



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »