আনসারী সাহাবী ও তার স্ত্রী’র কার্যকলাপ দেখে আল্লাহপাক হেসে দিয়েছেন: হাদিসের বানী

Spread the love

আনসারী সাহাবী ও তার স্ত্রীর কার্যকলাপ দেখে আল্লাহপাক হেসে দিয়েছেন: হাদিসের বানী
===========================
আবু হুরাইৱা রাযি. বলেন, “এক ব্যক্তি নবীজির সাঃ খেদমতে এসে বলল, আল্লাহর রাসূল, দারিদ্র্য আমাকে জড়িয়ে ধরেছে৷’ তিনি তাকে তাঁর স্ত্রীদের কাছে পাঠালেন৷ তাঁরা জানালেন, তাদের কাছে পানি ছাড়া কিছু নেই৷ তখন রাসূলূল্লাহ সাঃ বললেন, “ কে আছ, যে এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পার? ” তখন এক আনসারী সাহাবী (আবুতালহা রাযি.) বললেন, ‘আমি।’ এ বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন , ‘রাসূলূল্লাহ সাঃ এর মেহমানকে সম্মান করI স্ত্রী বললেন, ‘বাচ্চাদের খাবার ছাড়া আমাদের ঘরে অন্য কিছুই নেই৷’
আনসারী বললেন, ‘তুমি আহার প্রস্তুত কর, বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও।
’সে বাতি জ্বালাল, বাচ্চাদেরকে ঘুম পাড়াল এবং সামান্য খাবার যা তৈরি ছিল, তা উপস্থিত করল I বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন I তারপর তারা স্বামী-স্ত্রী দুজনেই অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বুঝাতে লাগলেন যে, তারাও সঙ্গে খাচ্ছেন৷ তারা দুজনেই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন ৷

ভোরে যখন তিনি রাসূলুল্লাহ সাঃ এর কাছে গেলেন, তখন তিনি সাঃ বললেন, আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে হেসে দিয়েছেন এবং সন্তুষ্ট হয়েছেন; এবং এ আয়াত নাযিল করেছেন-
“যারা অন্যদেরকে অগ্রাধিকার দেয়।
নিজেরা যতই অভাবগ্রস্থ হউক না কেন, বস্তুত:যাদেরকে অন্তরের কৃপণতা হতে মুক্ত রাখা হয়েছে, তারাই সফলকাম ৷(সূরা: আল হাশর ৫৯: ৯)

[বুখারী হা/ ৩৭১৮, মুসলিম হা/ ২০৫8 ]



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »