গাবতলীতে মেয়র প্রার্থী রাজু পাইকারের লিফলেট বিতরণ
নভেম্বর ২৩ ২০২০, ২০:১৯

আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি)ঃ গতকাল সোমবার বিকেলে বগুড়ার গাবতলী পৌর সদরে দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী পৌর কৃষকদলের সভাপতি আইয়ুব হোসেন রাজু পাইকার।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলু পাইকার, আঃ ওহাব, যুবদল নেতা মালেক মুক্তাদির, সাদ্দাম, লেমন, পিুল, রাহাত, সৈকত, শাহাদত, ছাত্রদল নেতা রাহাদ, ফুয়াদ, রাব্বী, সাব্বির, মিনু, আসলাম, লিয়ন, আলামীন, ফিললু, সজিব, ইউসুফ, শ্রমিকদল নেতা সুমন প্রমুখ।