গাবতলীতে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নভেম্বর ২৩ ২০২০, ২০:০৪
আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি)ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে বগুড়ার গাবতলী থানা ও পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের খলিসাকুড়ো গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীন। পৌর বিএনপির আহবায়ক ছাবেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন এবং মেয়র সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, সদস্য ফিরোজ মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য আব্দুর রহিম পিন্টু, মতিউর রহমান মতি, তাজুল ইসলাম, আফছার আলী মিজু, আঃ জলিল, নুরেজ্জামান সজল, খোরশেদ আলম জুয়েল, ওয়ার্ড বিএনপি নেতা ছামছুল, আনিছুর, আঃ ছালাম, আফজাল, মোফাজ্জল, হাছেন, মহিলানেত্রী সুরাইয়া জেরিন রনি, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা নুরুল্লাহ আকন্দ, যুবদল নেতা তরিকুল, আনোয়ার, সোহেল রানা, তাজুল, দৌলত, জিল্লুর রহমান, ওমর, ছাত্রদল নেতা আঃ আলীম শাওন, আঃ গণি, এমআর হাসান পলাশ, আঃ ওহাব, ফাহিম প্রমুখ।