ঢাবি শিক্ষকের কক্ষে ছাত্রলীগের তালা, ইবি সাদা দলের প্রতিবাদ
আগস্ট ২০ ২০২১, ১২:৪০
ইবি প্রতিবেদক-ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের অফিস কক্ষে ছাত্রলীগ কর্তৃক তালা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাদা দল।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব ড. এ.এস এম শরফরাজ নেওয়াজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তারা এ ধরণের কার্যক্রম একটি গণতান্ত্রিক এবং স্বাধীন রাষ্ট্রে মত প্রকাশের উপর নগ্ন হস্তক্ষেপ বলে দাবি করেন। একইসাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা।