চরফ্যাশন পৌরনির্বাচনে মোরশেদ কে মনোনয়ন দেয়ায় নেতা কর্মীরা উজ্জীবিত
এআর সোহেব চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ২৮ ফেব্রুয়ারী পঞ্চম দফায় চরফ্যাশন পৌরসভা নির্বাচনে এসএম মোরশেদ বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পাওয়ায় আওয়ামীলীগের নেতা কর্মীরা উজ্জীবিত।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রবিবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় চরফ্যাশন শহরজুড়ে আওয়ামীলীগের নেতা কর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহনে শহরে মিছিল উৎসবের আমেজে পরিনত হয়।
গত ৩০ জানুয়ারি শনিবার গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডে চরফ্যাশনসহ ৩১ পৌরসভায় আওয়ামীলীগ থেকে চরফ্যাশন পৌরসভায় এসএম মোরশেদ কে দলীয় মনোনয়ন দেয়া হয়।
এরপর থেকে সাধারণ ভোটারদের মাঝে মিস্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করে আওয়ামীলীগের নেতা কর্মি ও সমর্থকরা।
পৌর আওয়ামীলীগের আয়োজনে সদর রোডে এক পথসভায় তৃণমূল নেতাকর্মিদের মতামতকে প্রাধান্য দিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম মোরশেদ কে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।