আমাদের স্বপ্ন দেখতে নেই
আমরা এনজিও কর্মী; শুধু কাজ করি
জুলাই ১৩ ২০২১, ১৫:১২

আমরা এনজিও কর্মী; শুধু কাজ করি
আজকের ঝলক নিউজ
আমরা এনজিও কর্মী; শুধু কাজ করি
আমরা ব্যাংক লুটেরা নই,নই শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত,হতদরিদ্রের চাল ও চুরি করি না,জনগনের বড় আমানত ভোট ডাকাতি সেটাও করি না, ঘুষ ও খাই না,আমাদের ঘড়ের মেঝেতে নাই কোন চালের খনি,নাই কোন খাটের নীচে তেলের খনি!! আমরা কোন দুর্নীতি বাজ বা দুর্নীতির ছিটেফোঁটা ও নেই আমাদের। আমাদের অফিস শুরু হয় কিন্তু শেষ হয় না। কাজের শুরু আছে কিন্তু শেষ নাই!! মাসের প্রতিটা দিন রোদ,বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে হয় ছাতা ছাড়া!! আমাদের ছায়া ঔ মহান সৃষ্টিকর্তার গাছের ছায়া।মাসের প্রতিদিন এমনকি শুক্রবারেও আমরা ছুটি তে থাকতে পারি না ওদিনটা ও আমাদের বেশী করে কাজ করতে হয় তার জন্য অতিরিক্ত ৫০ টাকা খাওয়ার বাজেট থাকে। তারপর ও আমরা মনখারাপ করিনা সংস্থার জন্য মনপ্রাণ দিয়ে চলে আমাদের কাজ।
আমাদের কাজে জন্য গ্রামের অসহায় মানুষের সাথে যারা চরা হারে সুদের কারবারি করত তাদের আর ব্যবসা নেই এজন্যই ওরাই আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে।আমরাই পারি মাত্র একসপ্তাহে জনসংখ্যা জরিপ করতে,আমরাই পারি একসপ্তাহে জনমত জরিপ করতে। আমরাই পারি সঠিকভাবে সঠিক মানুষের কাছে সকল ধরনের ত্রান-সাহায্য একসপ্তাহের মধ্যে পৌঁছাতে। তাহলে আমরা এনজিও-র কর্মীরা কেন নিজেদের কাজকে সম্মান করবো না কেন নিজেরা নিজেদের কাজকে ছোট মনে করবো?? আসুন আমরা নিজেদের কাজকে সম্মান করি।সারাবিশ্বে এই ভয়াবহ করোনা ভাইরাস এর সময় আমরা অনেকেই ঠিক মতো বেতন বোনাস পাই নাই, সেটা দেওয়ার জন্য প্রতিষ্ঠানে প্রধানদের সুদৃষ্টি কামনা করছি। আমরা যারা এমন অসহায় অবস্থায় আছি পাই না কোন সরকারি বা বেসরকারী সাহায্য সহযোগিতা ও।তারপর ও মনোবল হারাই নাই আমরা।আবারও ফিরবে আমাদের সুদিন সেদিনের অপেক্ষায় আছি আমরা সকলেই।
লেখক আব্দুল সামাদ
আরো পড়ুন
করোনা কেড়ে নিলো আরো এক এনজিও কর্মীর প্রাণ
এবারের লক-ডাউনে বন্ধ থাকবে এনজিও অফিস
ভিডিও দেখুন :https://www.youtube.com/watch?v=gRvJH8gjrkg