জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সম্বর্ধনা প্রদান করেছে নওগাঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন

ডিসেম্বর ১২ ২০২০, ১৮:৪৬

Spread the love

নওগাঁ প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এর আওতায় সদর উপজেলার কির্ত্তীপুর-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় তাঁকে সম্বর্ধনা প্রদান করেছে নওগাঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন।

গতকাল শনিবার সকাল ১১টায় নওগাঁ পিয়ারলেস হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অন-লাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

এ অনুষ্ঠানে অফ-লাইনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এম তারিকুল হাসান, সাধারন সম্পাদক বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের প্রধান ডাঃ মঞ্জুরুল আলম, উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, সরকারী বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হামিদুল হক, উপদেষ্টা বেগম সখিনা সিদ্দিক, সহ-সাধারন সম্পাদক ডাঃ ফারহানা ফারুখ তন্দ্রা, প্রচার সম্পাদক ও সাংবাদিক মোঃ কায়েস উদ্দিন, বিশিষ্ট মুক্তিকযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম জহুরুল ইসলাম ইদুল, নারী উদ্যোক্তা তাসলিমা ফেরদৌস, সংগীত র্শিপী সম্পা ভট্টাচার্য এবং সদস্য সাংবাদিক সুলতানুল আলম মিলন।

এ ছাড়াও ঢাকা থেকে অন-লাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন নওগাঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত কাষ্টম কর্মকর্তা মুক্তিযোদ্ধা মোঃ হাশেম আলী এবং সহ-সাধারন সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগি অদ্যাপক খন্দকার মুনতাসির হাসান।

শ্রেষ্ঠ শিক্ষক ফাতেমা খাতনুকে ফুল এবং ক্রেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয়। এ সময় নওগাঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, পিয়ারলেস হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এবং নওগাঁ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »