কুয়াকাটায় বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥

ডিসেম্বর ০৭ ২০২০, ০১:০৫

Spread the love

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  ঃ  পযটন নগরী কুয়াকাটায়
মকবুল হাওলাদার (৪০) ও জহিরুল ইসলাম খান (৩২) নামে দুই মাদক ব্যবসাযীকে
১১ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
সদস্যরা। শনিবার সন্ধ্যার পরে কুয়াকাটার কেরানিপাড়া এলাকা থেকে তাদের
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রাতেই মহিপুর থানায় হস্তান্তর করা
হয়েছে। আটককৃত মকবুল পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের মৃত ধলু
হাওলাদারের ছেলে ও জহিরুল খুলনার তেরখাদা ছাগলদা ইউনিয়নের বাচ্চু
খানের ছেলে।

কলাপাড়া উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ হোসেন
জানান, মকবুল দীর্ঘদিন ধরে কুয়াকাটার বিভিন্ন হোটেলে দেশী বিদেশী মদ
সাপ্লাই দিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ১১ বোতল
বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে
সোপর্দ করা হয়েছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »