কলাপাড়ায় রাস উৎসবে প্রশাসনের উদ্দ্যেগে ‘নো মাস্ক-নো এন্ট্রি কর্মসূচী ॥
ডিসেম্বর ০১ ২০২০, ০১:১৫

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়া ৫ দিন
ব্যাপী ঐতিহ্যমন্ডিত রাস উৎসবে ‘নো মাস্ক-নো এন্ট্রি কর্মসূচী চালু।
সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম
চত্বরে আগত সনাতন ধর্মাবলম্বিদের মাস্ক বিতরণ করা হয়েছে। কলাপাড়া উপজেলা
নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক রাস মেলা পরিদর্শণ কালে আগত
পূণ্যার্থীদের করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিতে অভ্যস্ত করতে মাস্ক
বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ঘূর্ণিঝড় প্রস্তুতি
কর্মসূচী উপজেলা কর্মকর্তা মো: অসাদুজ্জামান খান, শ্রী শ্রী মদনমোহন
সেবাশ্রমর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাথুরাম ভৌমিক,
পূজাঁ উদযাপন কমিটির আহবায়ক কমলেন্দু হাওলাদার, শ্রী শ্রী মদনমোহন
সেবাশ্রমর যুব কমিটির সভাপতি হিরা হাওলাদার স্বপন, কলাপাড়া রিপোর্টার্স
ইউনিটির সাধারণ সম্পাদক কাউন্সিলর পদে দোয়াপ্রার্থী ফরিদ উদ্দিন বিপু,
সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, মেয়াজ্জেম হোসেন, কুয়াটা প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক কাজী সাঈদ।