ব্যক্তি খাতে কর প্রদানের মেয়াদ 31শে ডিসেম্বর পর্যন্ত বেড়েছে
নভেম্বর ৩০ ২০২০, ২০:৪২

ব্যক্তি খাতে কর প্রদানের মেয়াদ 31শে ডিসেম্বর পর্যন্ত বেড়েছে।
আজকের ঝলক নিউজ। অনলাইন ডেস্ক;
কভিড 19 পরিস্থিতি বিবেচনায় 2020-2021 কর বর্ষে ব্যক্তি খাতে কর প্রদানের মেয়াদ 30 নভেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ বিষয়ে আজ 30 শে নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 184G তে প্রদত্ত
ক্ষমতাবলে মো: মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন গনমাধ্যমে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, কভিড 19, এর কারনে সৃষ্ট সংকট মোকাবেলায় দেশের সরকার মানুষের সুবিধার্থে অনেক ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন এনেছে, যাতে মানুষের ভোগান্তি পোহাতে না হয়।