আবারো ওয়াসার মালামাল জব্দ করলো চসিক
নভেম্বর ২৯ ২০২০, ১৭:১৮

চট্টগ্রাম ব্যুরোঃ অনুমতি ছাড়া সড়ক কাটায় ওয়াসার মালামাল জব্দ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত শুক্রবার রাতে নগরীর ৩৯নং ওয়ার্ডের আকমল আলী রোডে এ ঘটনা ঘটে।
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা ওয়াসার রাস্তা কাটার সরঞ্জাম জব্দ করে। এ ঘটনা প্রসঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের সাথে যে সমঝোতা চুক্তি হয়েছে তা বার বার লঙ্ঘন করে তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য সড়ক কাটছে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া সমন্বয়হীনভাবে যখন তখন সড়ক কাটলে, তা মেরামতে সরকারি অর্থের অপচয় হয়। যা কাম্য নয়।
তিনি বলেন, ওয়াসার ব্যবস্থানা পরিচালক সরকারি কর্মকর্তা। কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে কর্পোরেশনের প্রমাসকের দায়িত্ব পালন করতে গিয়ে ওয়াসা কর্তৃপক্ষের এধরণের অদুরদর্শী কর্মকান্ডের জন্য আমাকে নগরবাসীর নানা ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।