জগন্নাথপুরে ৩ দিন ব্যাপি ৭ম দ্বি-বার্ষিক চিত্র প্রদর্শনীর উদ্ধোধন
নভেম্বর ২২ ২০২০, ১৯:৪৭

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের একমাত্র চারুকলা প্রতিষ্ঠান জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রয়াত চিত্রশিল্পী প্রণব কুমার বনিকের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপি ৭ম দ্বি–বার্ষিক চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় রাধারমন দত্ত মিলনায়তনে জগন্নাথপুর আর্ট স্কুলের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানের উদ্ধোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া। পরে জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজলের সভাপতিত্বে আর্ট স্কুলের শিক্ষক শিপা বেগম ও কুশল কান্তি রায়ের যৌথ পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি শংকর রায়, চিত্র শিল্পী রুহুল আমিন তারেক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন। এসময় উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার ব্যাক্তিবর্গ সহ আর্ট স্কুলের সকল শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।