হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত ১০০ রোগী
নভেম্বর ২১ ২০২০, ০৩:২৬
ডে’ঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বি’ভিন্ন হাসপাতালে ১০০ রোগী চি’কিৎসাধীন আছে। তা’দের মধ্যে ৯৩ জন রাজধানী ঢা’কায় ভর্তি আ’ছে। শুক্রবার (৩০ নভেম্বর) স্বা’স্থ্য অধিদপ্তরের হেলথ ই’মার্জেন্সি অপারেশন সেন্টার ও ক’ন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়।
স’রকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন প’র্যন্ত ৯৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে’ছে। তাদের মধ্যে ৮৬৩ জন এ’রই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফি’রে গেছে। এদিকে, রোগতত্ত্ব, রোগ নি’য়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আই’ইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এ’খন পর্যন্ত ছয়টি মৃত্যুর ত’থ্য এসেছে। আইইডিসিআর দুটি ঘট’নার পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃ’ত্যু ডেঙ্গুজনিত বলে’ নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গ’ত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রা’দুর্ভাব দেখা দেয় এবং স’রকারি পরিসংখ্যান অনুসারে ম’শাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মা’রা যায়।