পিরোজপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ সভা

Spread the love

নারী ও শিশুদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে কিশোর ও পুরুষদের সম্পৃক্ত করা জরুরী। শৈশব থেকে সামাজিকীকরণের মাধ্যমে, দেখার মাধ্যমে, শেখানোর মাধ্যমে একজন তরুণ পুরুষ অপরাধী হিসেবে বেড়ে ওঠে। এই অবস্থার পরিবর্তন করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা থেকে শিশুর দেখা ও শোনার জায়গা কলুষমুক্ত করতে হবে। পিরোজপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতীকি যুব সংসদের উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। ব্র্যাক’র ‘জেন্ডারভিত্তিক ন্যায়বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ। এসময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মূল তথ্যপত্র উপস্থাপন করেন প্রতীকী যুব সংসদের চেয়ারপারসন মো: আমিনুল ইসলাম (ফিরোজ মোস্তফা)। এসময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় প্রজেক্টেরের মাধ্যমে বিভিন্ন নারী ও শিশু নির্যাতনের উপর সচেতনমুলক ভিডিও প্রদর্শন করা হয়।

উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর সদর থানার ওসি তদন্ত আলী রেজা, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুজ্জামান নাসির আলী, সাধারণ সম্পাদক ফসিউল আলম বাচ্চু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাশিদা আকরাম, বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম সর্দার, উপজেলা মেডিকেল অফিসার ডা. মো: তারেক আজিজ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মো: নুরুল আমিন সিকদার, ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রামের ডিভিশনাল ম্যানেজার মো: সেলিম মোল্লা, জেলা ব্র্যাক সমন্বয়কারী বিভঞ্জণ বিশ্বাস প্রমুখ। বক্তারা সমাজ ব্যবস্থার সংস্কার, নীতি নৈতিকতার বিকাশ এবং আইনী দীর্ঘসূত্রিতা দূর করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসারও আহবান জানান।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »