বাস চলাচলে মানতে হবে সরকারের যে ১২ শর্ত

Spread the love

বাস চলাচলে মানতে হবে সরকারের যে ১২ শর্ত:

সরকারের পক্ষ থেকে বাস চলাচলে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলো শুধু মুখে বললে বা লিখে দিলেই হবেনা। এ ব্যাপারে সরকারের তরফ থেকে যথাযথ তদারকি ও কঠোর প্রায়োগিক কাঠামো নিশ্চিত করতে হবে। নির্দেশনাগুলো মানার ব্যাপারে সরকার কঠোর না হলে এর একটিও কেউ মানবে বলে বিশ্বাস করা কঠিন।

নিম্নে আআজকের ঝলক নিউজ পাঠকদের জন্য বাস চলাচলে সরকারের দেয়া ১২ টি শর্ত উল্লেখ করা হলো।

১. স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও শারীরিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে।

২. বাস টার্মিনালে কোনোভাবেই ভিড় করা যাবে না।

৩. তিন ফুট দূরত্ব বজায় রেখে যাত্রীরা গাড়ির জন্য লাইনে দাঁড়াবেন এবং টিকিট কাটবেন।

৪. স্টেশনে পর্যাপ্ত হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।

৫. বাসে কোনো যাত্রী দাঁড়িয়ে যেতে পারবে না।

৬. বাসের সব সিটে যাত্রী নেয়া যাবে না।

৭. ২৫- ৩০ শতাংশ সিট খালি রাখতে হবে।

৮. পরিবারের সদস্য হলে পাশের সিটে বসানো যাবে অন্যথায় নয়।

৯. যাত্রী, চালক, সহকারী, কাউন্টারের কর্মী সবার জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক।

১০. ট্রিপের শুরুতে এবং শেষে বাধ্যতামূলকভাবে গাড়ির অভ্যন্তরভাগসহ পুরো গাড়িতে জীবাণুনাশক স্প্রে করতে হবে।

১১. যাত্রী ওঠা-নামার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

১২. চালক, কন্ডাক্টদের ডিউটি একটানা দেয়া যাবে না এবং তাদের নির্দিষ্ট সময়ের জন্য কোয়ারেন্টিন বা রেস্ট দিতে হবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »