শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল

Spread the love

মহামারি ক’রোনাভাইরাসের কারণে চরশান শি’ক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দ’ফা বাড়ানো হয়েছে। আগা’মী ১৪ নভেম্বর এ ছুটি শেষ হও’য়ার কথা ছিল। তার আগেই ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বা’ড়ানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণা’লয়ের তথ্য ও জনসংযোগ কর্ম’কর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বি’জ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ ন’ভেম্বর) এ তথ্য জানা’নো হয়।

এর আ’গে গত ২৯ অক্টোবর শিক্ষা প্রতি’ষ্ঠানের ছুটি নিয়ে ভার্চুয়াল ব্রি’ফিংয়ে ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বা’ড়ানোর ঘোষণা দেন শিক্ষাম’ন্ত্রী ডা. দীপু মনি।

ব্রিফিংয়ে শিক্ষাম’ন্ত্রী বলেন, আমরা শিক্ষা প্রতি’ষ্ঠান খোলার একটা চেষ্টা করতে পারি। ত’বে সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতি কেমন হয়। বিশ্বজু’ড়ে করোনা প্রকোপ আ’বার বৃদ্ধি পেয়েছে। আমাদের এ’খানের বিশেষজ্ঞরা বলছেন শীতে আমাদের এখানে করোনা বাড়তে পা’রে সে কারণে আমাদের ঝুঁ’কি থাকছে। কিন্তু তারপরও যা’রা আগামী বছরে এস এস সি বা এইচ এস সি পরীক্ষা দি’বেন তাদের কথা মাথায় রে’খে খুবই সীমিত পরিসরে, স্বা’স্থ্যঝুঁকি যেন একেবারেই যে’ন না থাকে এরকম ব্য’বস্থা করে শিক্ষা প্র’তিষ্ঠান খোলার ব্যা’পারে কি করা যায় এর’কম একটা চিন্তা ভাবনা আ’মরা করছি। যদি পরিস্থিতি অ’নুকূল হয় তাহলে আমরা সে ধ’রনের সিদ্ধান্তে যাবো।

গত ১৭ মার্চ থে’কে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ র’য়েছে। করোনা পরি’স্থিতি স্বাভাবিক না হ’ওয়ায় শিক্ষা প্রতি’ষ্ঠানের এ ছুটি বাড়ানো হয়েছে। এ প’রিস্থিতিতে ইতোমধ্যে প্রাথ’মিকের সমাপনী, জেএ’সসি, এইচএসসি পরী’ক্ষা বাতিল করা হয়ে’ছে। বাতিল ক’রা হয়েছে শিক্ষার্থীদের বা’র্ষিক পরীক্ষাও।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »