বন্ধ হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

Spread the love

দেশের ক্রীড়াঙ্গনের আঁতু’ড়ঘর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। একস’ময় ক্রিকেট খেলা হলেও এখন ফুটবল স্টেডি’য়াম হিসেবে ব্যবহার হয়। এর পাশাপাশি অ্যাথলেটিকস ফেডারেশনও এই স্টে’ডিয়ামকে ব্যবহার করে থা’কে। তবে আশঙ্কার বি’ষয় হলো এই স্টেডিয়াম ব’ন্ধ হবার উপক্রম। 

ফুটবলের নিয়’ন্ত্রণ সংস্থা ফিফা ও এএফসির নীতিমালা অনুযা’য়ী আন্তর্জাতিক ফুটবল চালানোর জ’ন্য স্টেডিয়ামে বিভিন্ন সুযোগ-সুবিধা ও পরি’বেশ না থাকায় আসতে পারে এই নি’ষেধাজ্ঞার খড়গ।

রোববার (৮ নভেম্বর) বা’ফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এমন খবর’ই জানিয়েছেন বাংলাদেশ ফুট’বল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সা’লাহউদ্দিন।

ফুটবলসহ বি’ভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হলেও ফিফার মান’সম্মত নয় স্টেডিয়ামটি। দেশের ফুট’বলের প্রধান এই স্টে’য়াম নানা অব্যবস্থাপনায় খে’লার অনুপযোগী। বৃষ্টি হলে মাঠে জমে’ যায় পানি। নেই পানি নিষ্কাশন ব্য’বস্থা। এমন অবস্থায় ব’ন্ধ হবার উপক্রম স্টেডিয়ামটি।

তবে বাফুফের স’ঙ্গে সুসম্পর্ক থাকায় এখনো খেলতে দেও’য়া হচ্ছে এই স্টেডিয়ামে। সালাহউদ্দিন ব’লেন, ‘পর্যাপ্ত সুযোগ-সুবি’ধা না থাকায় বঙ্গবন্ধু স্টে’ডিয়াম যেকোনো সময় ফিফা বন্ধ করে দি’তে পারে। আমাদের সঙ্গে সম্পর্ক ভা’লো থাকায় এখনো খে’লা চালিয়ে নিচ্ছি।’

আগামী ১৩ ও ১৭ নভে’ম্বর এই বঙ্গবন্ধু জাতীয় স্টে’ডিয়ামে নেপালের বিপক্ষে ফি’ফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খে’লবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হ’বে বিকেল পাঁচটায়। বঙ্গবন্ধু জা’তীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ দু’টি ম্যাচই উৎসর্গ করা হবে জা’তির জনকের নামে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »