বরিশালে একাদশ শ্রেণির অনলাইন ক্লাশ, প্রথম দিন অরিয়েন্টেশন অনুষ্ঠিত

Spread the love

দেশে’র অন্যান্য স্থানের ম’তো বরিশালেও একা’দশ শ্রেণির অনলা’ইন ক্লাশ শু’রু হয়েছে। রবিবার স’কাল ১০টায় শি’ক্ষামন্ত্রী ডা. দীপু মনি কলে’জের অধ্যক্ষ ও শি’ক্ষকদের সাথে ভিডি’ও কনফা’রেন্সের মাধ্যমে দিক’ নির্দেশনা দিয়ে এই কার্য’ক্রমের আ’নুষ্ঠানিক উদ্বোধন করে’ন।

প’রে স্ব স্ব কলেজের শিক্ষ’করা ফেসবুকে আলা’দা গ্রুপের মাধ্য’মে তাদের শিক্ষা’র্থীদের সাথে প্রথ’ম দিন অরিয়ে’ন্টেশন করেন।

সোম’বার থেকে শিক্ষার্থী’দের যথারীতি ক্লা’শ চলবে বলে জানি’য়েছেন সংশ্লিষ্ট কলে’জ কর্তৃপ’ক্ষ। তবে কিছু শিক্ষা’র্থী এখনো অনলা’ইন ক্লাশের বিষয়ে বি’স্তারিত জানেন না।

নগ’রীর সরকারি সৈয়দ হাতেম আ’লী কলেজে একা’দশ শ্রেণিতে ভ’র্তি হওয়া এক ছা’ত্রী জানান, তিনি অনলা’ইন ক্লাশের কথা শুনে’ছেন। বিস্তা’রিত জানেন’ না। তাই খোঁ’জ খবর নিতে কলে’জে এসেছেন।

সরকা’রি বরিশাল কলে’জের এক শিক্ষক বলেন, মহামা’রির কারণে বাধ্য হ’য়ে অনলাইন সিস্টে’মে যেতে হয়েছে। এর কো’নো বিক’ল্পও ছিল না। আগা’মী ৭ অক্টোবর পর্য’ন্ত একা’দশ শ্রেণির ভর্তি কার্য’ক্রমের কিছু কা’জ চলবে। এরপর সকল শি’ক্ষার্থী, তাদের অভিভা’বকদের সাথে ফো’নে যোগা’যোগ করে সবাই’কে অনলা’ইন ক্লাশে যু’ক্ত হওয়ার আহ্বা’ন জানাবেন তা’রা। একই সাথে চলবে অ’নলাইন ক্লাশ।

সর’কারি বরিশাল কলে’জের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন সিক’দার জানান, সোমবার থেকে রুটি’ন অনুযায়ী নিয়’মিত অনলাইন ক্লা’শ হবে। বিজ্ঞান, মান’বিক ও ব্যবসা’য় শিক্ষা বিভাগের জ’ন্য আলাদা ফেসবু’ক গ্রুপ তৈরি করে ভর্তি’র সময় একাদশ শ্রে’ণির শিক্ষা’র্থীদের লিংক দিয়ে দে’ওয়া হয়েছে। শিক্ষার্থীরা নিজ নি’জ অবস্থান থেকে ফে’সবুক গ্রুপে যুক্ত হয়ে অন’লাইন ক্লাশ করতে পা’রবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »