‘ছাত্রাবাসে নয়, স্বামীর গাড়িতেই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছিল’

Spread the love

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধ*র্ষ ণের ঘটনার জন্য ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাপনাকে দায়ী করেছে শিক্ষা মন্ত্রণালয়ের ত’দন্ত কমিটি। প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থাপনায় ঘাটতি ও তদারকির অভাব ছিলো বলে উল্লেখ করা হয়। ঘটনাটি ছাত্রাবাসের কক্ষে নয়, ধ’র্ষিতা ও তার স্বামীর গাড়িতে ঘটেছে।

ত’দন্তে কোনো সুপারিশ না করা হলেও ১৫টির মতো পর্যবেক্ষণ দেয়া হয়েছে। ১ অক্টোবর, বৃহস্পতিবার কমিটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। পরে আরো বিস্তারিত প্রতিবেদন জমা দেয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবীর চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি ত’দন্ত প্রতিবেদন জমা দেন। ত’দন্ত সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, কলেজের নিরাপত্তায় জবলের ঘাটতির বিষয়টি ত’দন্ত কমিটির কাছে ধ’রা পরেছে। ১৪৪ একর এলাকা নিয়ে বিশাল ক্যাম্পাসের কোনো সীমানা প্রাচীর নেই। গাছগাছালি ও টিলা ঘেরা ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকার বিষয়টিও নজরে এসেছে ত’দন্ত কমিটির।

ত’দন্ত সংশ্লিষ্ট সূত্রের ধারণা, যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে ভবন নির্মাণাধীন থাকায় শ্রমিকদের অবাধ আনাগোনা ছিলো। ফলে লোকজনের প্রবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এছাড়াও ছাত্রাবাস এলাকায় কলেজের অনেক কর্মচারী সপরিবার থাকেন বলেও জানান তারা।

সূত্র আরো জানায়, কমিটি সুনির্দিষ্ট সুপারিশ করেনি। তবে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছে। করো’না মহামা’রীর কারণে নজরদারির অনেক ঘাটতি ছিলো। এখন নজরদারি আরো বাড়ানো দরকার বলেও মনে করে ত’দন্ত কমিটি।

আরো জানায়, হোস্টেল বন্ধ থাকালেও যেকোনো স্থান দিয়ে যে কেউ প্রবেশ করতে পারে। কোথাও কোথাও সীমানা প্রচীর নেই। কোথাও সীমানা প্রচীর থাকলেও তা অনেক নিচু। কোথাও তারকা’টা দেয়া থাকলেও তা কা’টা। ফলে খোলা থাকুক আর না থাকুক যে কেউ ছাত্রাবাসের ভেতরে ঢুকতে পারে।

ধর্ষকদের নিয়ন্ত্রণ করা কঠিন উল্লেখ করে ওই ত’দন্ত প্রতিবেদনে বলা হয়, ধর্ষকদের নিয়ন্ত্রণ করতে গেলে রাজনৈতিক ও সামাজিকভাবে কঠোর অবস্থান নিতে হবে। এছাড়াও নিরাপত্তার জন্য সেখানে পু’লিশ ফাঁড়ি স্থাপন করে স্থায়ী একটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে বলেও উল্লেখ করা হয়।

ত’দন্ত কমিটির অনুসন্ধানে আরো জানা গেছে, গণধ*র্ষ ণের ঘটনাটি ছাত্রাবাসের কোনো কক্ষে ঘটেনি। এটা ভুক্তভোগী নারী ও তার স্বামীর গাড়িতে ঘটেছে। যেহেতু এ ঘটনাটি কলেজ ক্যাম্পাসে হয়েছে তাই কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না বলেও মনে করে ত’দন্ত কমিটি।

ভুক্তভোগী নারী মানসিক ট্রমা’র মধ্যে থাকায় তার সঙ্গে কথা বলেনি ত’দন্ত কমিটি। তবে তার স্বামীর সঙ্গে কথা হয়ে বলেও জানান সংশ্লিষ্ট সূত্র।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে এসেছিলেন ওই নারী। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের জো’রপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। এরপর একটি কক্ষে স্বামীকে আ’ট’কে রেখে তাকে গণধ*র্ষ ণ করেন তারা। রাত ১১টায় শাহপরাণ থা’না পু’লিশ তাদের উ’দ্ধার করে। বর্তমানে ওই তরুণী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »