একাদশ শ্রেণিতে অনলাইন ক্লাস শুরু ৪ অক্টোবর

Spread the love

সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। করো’নার প্রভাবে শ্রেণিকক্ষে আপাতত পাঠদান সম্ভব হচ্ছে না। এ কারণে অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান শুরুর এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। বুধবার সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বি’জ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৪ অক্টোবর সকাল ১০টায় ঢাকা কলেজে প্রধান অ’তিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশেষ অ’তিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের শুভ উদ্বোধন করবেন। এ বছর ৯ আগাস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়। অন্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করো’নাভাই’রাস মহামা’রীর মধ্যে এ শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »