শার্শায় স্বাস্থ্য কর্মীদের পিপিই ও মাস্ক দিলো বেনাপোল এসএসসি ২০০৫ ব্যাচ

সেপ্টেম্বর ২০ ২০২০, ১৫:১৯

Spread the love

 

মোঃ আইয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি:  মহামারি করোনা যুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে শার্শা থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সুরক্ষা সামগ্রী দিয়েছে স্থলবন্দর বেনাপোলের এসএসসি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) শার্শা উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সামগ্রী বিতরণ করে বেনাপোল এসএসসি ২০০৫ এর ব্যাচ। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই ৯০ পিচ ও ৫০০ পিচ মাস্ক।

এসএসসি ২০০৫ ব্যাচের টিম শার্শা উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ আলীর কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

হস্তান্তরকালে এসএসসি ২০০৫ ব্যাচের ফ্রেন্ডসরা বলেন, করোনার এই দুর্যোগে স্বাস্থ্যকর্মীরা সামনের সারিতে থেকে লড়াই করে যাচ্ছে। তাদের পেশাদারিত্ব ও নিরলস পরিশ্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে আমরা তাদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে দিয়েছি।

এসময় শার্শা উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ আলী বলেন, করোনার এই সময়ে স্বাস্থ্যকর্মীদের প্রতিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে সাহসের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।

এসএসসি ২০০৫ ব্যাচের ফ্রেন্ডসরা যে ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা মনে করি- করোনা যুদ্ধে চিকিৎসকরা একা নয়, গোটা দেশ পাশে আছে। এসময় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »