করোনার কারণে সরকারি চাকরিতে বয়সে ছাড় !

সেপ্টেম্বর ২০ ২০২০, ১১:৩৫

Spread the love

আজকের ঝলক নিউজ :

করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স শিথিল করেছেন সরকার। বয়সের ক্ষেত্রে পাঁচ মাসের ছাড় পাবেন সরকারি চাকরিপ্রার্থীরা। বিগত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা পরবর্তী পাঁচ মাস সরকারি চাকরির-আবেদন করতে পারবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান করোনার কারণে বন্ধের মধ্যে মন্ত্রণালয়-বিভাগ কিংবা সংস্থা চাকরির জন্য বিজ্ঞপ্তি দিতে পারেনি, অনেকের চাকরির বয়স এই সময়ের মধ্যে চলেও গেছে। সেক্ষেত্রে তারা পাঁচ মাসের বয়সের একটা ছাড় পাবেন। আগস্ট পর্যন্ত বিজ্ঞপ্তিগুলোতে তারা  আবেদন করতে পারবেন ।

আরো জানানো হয় করোনায় ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের বয়স শিথিলের বিষয়টি একান্ত বিবেচনায় বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত চায় জনপ্রশাসন মন্ত্রণালয়,  সেখান থেকে অনুমতি পাওয়ায় বয়সের ছাড় দেয়ার এ পদক্ষেপ নেয়া হলো। আশা করা যাচ্ছে এতে উপকৃত হবেন ক্ষতিগ্রস্থরা ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »