করোনা সনাক্তের সংখ্যা দুই লাখ পার হলো

Spread the love

করোনা সনাক্তের সংখ্যা দুই লাখ পার হলো

আজকের ঝলক নিউজ: করোনা আপডেট

১৮ জুন ১৭তম দেশ হিসেবে বাংলাদেশে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১ লাখ পেরিয়েছিলো। এক মাস পরে আজ ১৭তম দেশ হিসেবে করোনার সংক্রমণ ২ লাখ অতিক্রম করলো বাংলাদেশে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মিলিয়ে দেশে ২ লাখ ২ হাজার ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, দেশে করোনায় সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ৫ জন। সব মিলে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৫৮১ জন।

গতকালের তুলনায় আজ নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিনে ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪ টি নমুনা।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৩৭৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৮ জন।

গতকাল শুক্রবার সারা দেশে মোট ৩ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। মারা গিয়েছিলো ৫১ জন।

সারা দেশের ৮০টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। ৮ ই মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত সনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনা ভাইরাসে আক্রান্তদের পরীক্ষা আগের তুলনায় কমার কারনে সনাক্তের সংখ্যাও কমেছে বলে ধারনা করা হচ্ছে। পরিক্ষা কমার পেছনেও নানা কারন রয়েছে, যেমন:- পরিক্ষা করতে গিয়ে অনেক ঝামেলায়ও পড়তে হয়েছে অনেক ভুক্তভোগীকে। সঠিক সময়ে সিরিয়াল না পাওয়া। রোগীর তুলনায় চিকিৎসকের ঘাটতি, আরও নানাবিধ কারনে অনেকেই একান্ত দরকার না হলে পরিক্ষা করতে যেতে চান না এজন্যও আগের তুলনায় পরিক্ষা কমতে পারে ধারনা করা হচ্ছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »