চাল,ডাল,তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের মানববন্ধন
ডিসেম্বর ২১ ২০২০, ০২:৪৫

চালের মৌসুমেও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর দাম বৃদ্ধির প্রতিবাদে আজ রবিবার আশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখা মানববন্ধন করেন।
উক্ত মানববন্ধনে দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেন, “করোনা মাহামারিতে দেশে বেকরত্ব বেড়েছে। নিম্ন ও মধ্যেবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। তার উপর আবার দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি মরার ওপর খড়ার ঘাঁ হয়ে দাড়িয়েছে।সরকারকে চাল আমদানি বন্ধ করে দেশে বিদ্যমান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে দ্রব্য মূল্য বৃদ্ধি স্থায়ি ভাবে সমাধান করতে হবে“।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক দেওয়ান আব্দুর রশীদ নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক– মজুর সংহতির বরিশাল জেলা আহ্বায়ক মারুফ আহমেদ বলেন, “কৃষক ও ভোক্তার মাঝে সেতুবন্ধন হবে রাষ্ট্র বা সরকার। সকল মুনাফাখোর মজুতদার সিন্ডিকেট নিশ্চিহ্ন করে দ্রব্যমূল্যর লাগাম টেনে ধরতে হবে“।
ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সদস্য হাছিব আহমেদ বলেন, “চাল তেল সহ নানান দ্রব্যর দাম অব্যাহত বৃদ্ধি পেতে থাকলে এর সাথে সম্পর্কিত অন্য দ্রব্যর দামও বৃদ্ধি পেতে থাকবে। অবিলম্বে কর্মসংস্থানে নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। জনগনের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে দ্রব্যর অগ্নিমূল্য নমনীয় করতে হবে“৷
সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সদস্য মিরাজ ইসলাম, ইয়াসমিন সুলতানা, রুবিনা আক্তার এবং ছাত্র ফেডারেশন সদস্য জামান কবির ও মোঃ পারভেজ, জান্নাতুল ফেরদৌস নিপুসহ অন্য নেতৃবৃন্দ।