০২ (দুই) কেজি গাঁজাসহ ০৪ (চার) মাদক ব্যবসায়ী গ্রফতোর
ডিসেম্বর ২০ ২০২০, ০১:৪৬
গোপন সংবাদরে ভত্তিতিে গত ১৮/১২/২০খ্রঃি ০৬.০০ ঘটকিায় বরশািল মহানগর গোয়ন্দো শাখার উপ-পুলশি কমশনিার (ডবি)ি, জনাব মোঃ মনজুর রহমান (পপিএিম-বার) মহোদয়রে দকি নর্দিশেনায় সহকারী পুলশি কমশিনার (ডবি)ি জনাব নরেশ চন্দ্র কর্মকার এর নতৃেত্বে পুলশি পরর্দিশক (নঃি) মোঃ হাবিবুর রহমান এসআই/মোঃ খায়রুল আল, এসআই/মহিউদ্দিন আহম্মেদ পিপিএম, সঙ্গীয় অফিসার ওর্ ফোসসহ কাউনিয়া থানাধীন বিসিক রোডস্থ বিসিসি ০১নং ওয়ার্ডের “সোহাগ প্লাষ্টিক” নামক প্লাষ্টিক কারখানার ও কাউনিয়া থানাধীন বিসিক রোডস্থ বিসিসি ০১নং ওয়ার্ডের “মের্সাস হাওলাদার ষ্টোর” নামক চায়ের দোকানের সামনেঅভিযান পরিচালনা করিয়া ১) মোঃ মেহেদী হাসান (২০), পিতা- মৃতঃ আঃ জব্বার তালুকাদার, মাতা- মোসাঃ সোনালী বেগম, সাং- বারইকরন, ০৩নং কুলকাঠী ইউপি, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠী, এ/পি- সাং- কাউনিয়া টেক্সাইল রোড, জনৈক কাজী সাহেবের এর বাড়ির ভাড়াটিয়া, বিসিসি ০১নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশাল, ২) মোঃ রব্বি খাঁন (২৯), পিতা- মোঃ শাহআলম খাঁন, মাতা- মোসাঃ মালা বেগম, সাং- মোল্লা ভিলা, কাটপট্টি রোড বিসিসি ০৯নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল, ২) মোঃ মিলন হাওলাদার (২৫), পিতা- মৃতঃ মোঃ কাদের হাওলাদার, মাতা- মৃত রিজিয়া বেগম, সাং- পলাশপুর ব্রীজের গোরায়, বিসিসি ০৬নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল, ৩) মোঃ মনির হোসেন (২৯), পিং- খোরশেদ আলম, মাতা- মনোয়ারা বেগম, সা-দপ্তরখানা রোড, জনৈক মোজ্জামেল ডাক্তরের বাড়ির পিছনে, বিসিসি ০৬নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল, ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করন।েউক্ত ঘটনায় ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কাউনিয়া থানার মামলা নং-০৭ তাং-১৯/১২/২০২০ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) এবং কাউনিয়া থানার মামলা নং-০৮, তাং-১৯/১২/২০২০ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪০ রুজু করা হইয়াছে।