আমতলীতে বিজয় দিবস পালন

ডিসেম্বর ১৭ ২০২০, ১৮:৫১

Spread the love

আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, চিত্রাঙ্গণ প্রতিযোগীতা, আলোচনা সভা, কোরানখানি ও মিলাদ মাহফিল।
বুধবার সকাল ৮ টায় আমতলী পৌর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিস, পৌরসভা, সহকারী কমিশনার (ভুমি), আমতলী থানা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ও নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শাহজাহান কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ¦ মোঃ নুরুল ইসলাম মৃধা ও উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হালিমা সরদার, সমাজসেবা অফিসার মাঞ্জুরুল হক কাওসার ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান প্রমুখ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »