আড়াইবাড়ী পীর আল্লামা গোলাম সরোয়ার সাঈদীর ইন্তেকাল
নভেম্বর ২১ ২০২০, ০৭:১৪
আড়াইবাড়ী পীর আল্লামা গোলাম সরোয়ার সাঈদীর ইন্তেকাল।
আজকের ঝলক নিউজ অনলাইন ডেস্ক;
انا لله وانا اليه راجعون
আড়াইবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন পীর সাহেব আল্লামা গোলাম সারোয়ার সাঈদী আজ ভোর 4:15 মিনিটে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)
তিনি করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। পরে ঢাকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে (সাবেক এপোলো) বর্তমান এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আজ ২১/১১/২০ বাদ আসর আড়াইবাড়ীতে তার জানাজা অনুষ্ঠিত হবে।