সীমিত পরিসরে অনলাইনে কোর্ট চললেও বঞ্চিত ৯০ শতাংশ আইনজীবী

মানবেতর জীবন কাটাচ্ছেন দেশের আইনজীবী ও সহযোগীরা

Spread the love

আজকের ঝলক :

মানুষের সেবা করার জন্য আইন পেশায় যুক্ত হন আইনজীবীরা । প্রথমে ২-৩ বছর সিনিয়রের আন্ডারে শিক্ষানবীশকাল কাটাতে হয় এলএল’বি পাশ করা শিক্ষানবিশ আইনজীবীদের । এর পরে বিসিএস পরীক্ষাতুল্য প্রক্রিয়া অনুস্মরণ করে পান স্বাধীন আইন পেশার সনদ । নিজের একটি চেম্বার নিতে ও ঠিকঠাক পরিচালনায় প্রায় চলে যায় ৫-৭ বছর । কেউ প্রতিষ্ঠিত হয় আবার কেউ জুনিয়র হিসাবে জীবন চালাতে থাকে ।

করোনা পরিস্থিতে মামলার চাপ নেই, নেই মক্কেলের আনাগোনা, বন্ধ উপার্জনের পথ। ফলে সংসার, কর্মচারীদের বেতন, চেম্বার ভাড়া দিতে নাভিশ্বাস আইনজীবীদের। সবচেয়ে বেশি বিপাকে কনিষ্ঠ আইনজীবীরা। অনেকেই এরই মধ্যে ঢাকা ছেড়েছেন।

এক আইনজীবী জানান, আমি চেম্বার ছেড়ে দিয়েছি। আমি ভাড়া মেনটেইন করতে পারছি না এবং আমার যে স্টাফ ছিলো তাদেরও বেতন দিতে পারছি না, তারা বাড়ি চলে গেছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর পারছি না।

তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ আদালত খুলে দিতে আন্দোলনে সাধারণ আইনজীবীরা। তাদের অভিযোগ সীমিত পরিসরে অনলাইনে কোর্ট চললেও বঞ্চিত ৯০ শতাংশ আইনজীবী।

অনেক আইনজীবী লকডাউনের সময় দেশে ফিরে গেছেন আর চেম্বারে ফিরে আসেন নি । তারাও ইনকাম ছাড়া চালাচ্ছেন জীবনজীবিকা । ছবি : প্রতিকী সংগৃহীত



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »