করোনা আক্রান্ত ঢাবি উপ-উপাচার্য মাকসুদ কামাল
ভ্যাকসিন নেয়ার একমাস পরে করোনায় আক্রান্ত
মার্চ ১২ ২০২১, ২২:৫৩
টিকা নেওয়ার এক মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
আজকের ঝলক নিউজ :
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার পরেও মানতে বলা হয়েছিলো স্বাস্থ্যবিধি বলা হয়েছিলো এই টিকা ৯৭% ভাগ মানুষের দেহে কাজ করবে । যদিও এখনো অনেক গবেষণাই বাকি রয়ে গেছে ।
এরই মধ্যে
টিকা নেওয়ার এক মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
আজ শুক্রবার বিকালে তিনি নিজেই সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ ফেব্রুয়ারি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। গতকাল তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন।
তিনি বলেন, ‘গতকাল আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর থেকে বাসায় কোয়ারেন্টিনে আছি।’