দেশের সম্মান বাড়ালেন জয়া ; মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হলেন তিনি

ডিসেম্বর ১২ ২০২০, ২২:৪২

Spread the love

আজকের ঝলক নিউজ :

দেশের সম্মান বৃদ্ধিতে কাজ করছেন আমাদের দেশের বেশ কিছু তারকা । একদিকে তারা কুড়িয়েছেন নিজেদের সুনাম পাশা-পাশি অর্জিত হচ্ছে দেশের সুনাম । সিনেমা পাড়ার এখনকার সবচেয়ে আলোচিত নায়িকা জয়া আহসান । তিনি একদিকে যেমন দেশের বেশকিছু ভালো ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করেছেন পাশাপাশি পেয়েছেন সেরা খেতাব । এর পরে ভারতেও সিনেমা করে দর্শকদের মন জয় করেছেন এই চিরসুন্দরী অভিনেত্রী ।

এবার তিনি মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০ এ বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন। বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান  ‘রবিবার’ ছবির জন্য এ খেতাব পেয়েছেন । জানা গেছে ‘রবিবার’ ছবিটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কারও জিতেছে ছবিটি। এর আগে এই ছবিটি কোলকাতায় বেশ জনপ্রিয়তা পায় এবং জয়ার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সেখানকার চলিচ্চিত্র পাড়া ।

জয়া আহসান একজন ইতিবাচক মনোভাবাপন্ন নারী তার ফেসবুক ওয়ালে ভিউয়ারগণ দেখতে পান যে তিনি খুবই সুন্দর ও সাবলীল উপস্থানা করেন এবং ইতিবাচক, আশাবাদী ও পশুদের প্রতি সদয়  একজন মানুষ ।

এমন সম্মাননা পাওয়ায় ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া লিখেছেন ‘‘বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার দেওয়া হয়েছে আমাকে’’ । এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এল, সিংহভাগ অবদানই অতনুদার (অতনু ঘোষ)। এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো? । এই পোষ্ট দেখেই অনুমেয় হয় যে কতটা কৃতজ্ঞ ও কোমলমতি জয়া । তাই ভক্তরা মনে করেন অভিনেত্রী এই পুরুস্কার পাওয়ার যোগ্যতা রাখে এবং দেশের সুনাম বহুগুনে বৃদ্ধি করেছেন জয়া ।

ফেসবুকে জহিরুল ইসলাম নামে  এক ভক্ত লিখেছেন ‘‘ চির সুন্দরীর জয় যেন বাংলাদেশের জয়, শুভ কামনা রইলো জয়া, আরো এগিয়ে যান’’।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »