‘ভ্যাকসিন ছাড়া সংকট আরও দীর্ঘায়িত হবে’

Spread the love

বিশ্ব স্বাস্থ্য সং’স্থার প্রধান টে’ড্রোস আধানম গেব্রিয়াসুস ব’লেছেন, কোভিড নাইনটিন মো’কাবিলায় এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। ভ্যাক’সিনের ওপর নির্ভরশীলতা না আ’সায় সংকট প্রকোটই রয়ে গে’ছে।

শুক্রবার এক’দিনে বিশ্বব্যাপী সাড়ে ৬ লাখের বেশি মা’নুষ করোনা আক্রান্ত হয়ে’ছেন। মারা গেছেন প্রা’য় ১০ হাজার। এ যাবতকালের রেক’র্ড আক্রান্ত যুক্তরাষ্ট্রে। ভারত ও ব্রা’জিল ছাড়াও ইউরোপের দেশ’গুলোতেও সংক্রমণের ঊ’র্ধ্বগতি রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্র’তিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে ক’রোনা সংক্রমণ। টানা কয়ে’কদিন একদিনে দেড় লাখের বে’শি শনাক্ত মিলেছে। শুক্রবার ১ লা’খ ৮০ হাজার ছাড়িয়েছে সংক্রমণ। মৃ’তের সংখ্যাও পাল্লা দিয়ে বা’ড়ছে। এরই মধ্যে যুক্ত’রাষ্ট্রের টিকা কর্মসূচির প্রধান মনসে’ফ স্লাওই জানিয়েছেন, ডিসেম্বরের ম’ধ্যে ২ কোটি মার্কিন নাগরিক ভ্যা’কসিন পেতে যা’চ্ছেন। প্রে’সিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স’ঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তি’নি এ কথা জা’নান।

যুক্তরাষ্ট্রের টি’কা কর্মসূচির প্রধান মনসেফ স্লাওই ব’লেন, সংক্রমণ বে’ড়েই চলেছে ইউরোপের দে’শগুলোতে। বি’ধিনিষেধ আরোপ করেও তেমন কো’নো উন্নতি নেই। শীত য’ত জেঁকে ব’সছে, ভা’ইরাস তত ছড়াচ্ছে। আ’র দ্বিতীয় ও তৃতীয় শী’র্ষ দেশ ভারত-ব্রাজি’লের অবস্থার পরি’স্থিতিও ভয়াবহ।

সং’কট কাটাতে ভ্যাকসিন আম’দানি ও নিজস্ব প্রযুক্তিতে তৈ’রির প্রচেষ্টা অব্যাহত রে’খেছে কয়েকটি দে’শ। টিকা কিনতে এক বি’লিয়ন কানাডিয়ান ডলার খর’চ করছে জাস্টিন ট্রুডোর কা’নাডা। পাশাপাশি কুইবে’কের ম্যাডিকাগো তা’দের নিজস্ব টিকা তৈ’রিতে কাজ করে যাচ্ছে। আর মা’র্কিন ওষুধ নির্মাতা প্রতি’ষ্ঠান ফাইজারের সঙ্গে চু’ক্তি করেছে ইসরাইল।

ভারতের সে’রাম ইনস্টিটিউট ডিসেম্বরে অক্স’ফোর্ডের টিকা আনতে যা’চ্ছে। তবে সারাদেশে তা ছ’ড়িয়ে দেয়াই মূল চ্যা’লেঞ্জ। যদিও গবেষকরা ব’লছেন, ২০২৪ সালের আ’গে সারা পৃথিবীর মানুষের কা’ছে ভ্যাকসিন পৌঁছানো ক’ঠিন হয়ে যাবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »