ব্রাজিল দলে নেইমার, খেপেছে পিএসজি

Spread the love

চোট পাও’য়ায় মাঠের বাইরে ছিটকে গেছে’ন নেইমার জুনি’য়র। কিন্তু বিশ্বকাপ বাছা’ইপর্বের ম্যাচ খেল’তে দক্ষিণ আমেরি’কায় যাচ্ছেন এই পিএ’সজি ফরোয়ার্ড। কারণ দল থে’কে তার নাম বাদ দে’ননি ব্রাজিল কো’চ তিতে। কিন্তু বিষ’য়টি হজম কর’তে পারছে না পিএস’জি।

নেইমা’রের নাম বাদ না দিলেও আ’গামী ১৩ ও ১৭ নভেম্বর যথা’ক্রমে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপ’ক্ষে দুই ম্যাচের জন্য তার বি’কল্প হিসেবে ডাকা হ’য়েছে ফ্ল্যামেঙ্গোর স্ট্রা’ইকার পেদ্রোকে। ব্রাজিল দ’লের চিকিৎসক ডা. রদ্রিগো লাসমার জানি’য়েছেন, দলের সঙ্গে নেই’মারকে রা’খার কারণ হচ্ছে দ্বি’তীয় ম্যাচেই তাকে মা’ঠে নামানোর সম্ভাবনা আ’ছে। দলের সঙ্গে থে’কে এক সপ্তাহ অনুশী’লন চালিয়ে যাবেন তিনি।

এদিকে নেইমা’রকে ব্রাজিলের স্কোয়াডে দেখে খেপেছে’ন পিএসজি কোচ টমাস টুখেল। রেনের বি’পক্ষে চলতি সপ্তাহের শেষে খেলতে পার’বেন না নেইমার। অথচ জাতী’য় দলে ঠিকই রাখা হ’য়েছে তাকে। শুধু নেইমার কে’ন, আরেক ইন’জুরি আক্রান্ত খেলোয়াড় কিলি’য়ান এমবাপ্পেকেও লি’গের পয়েন্ট টেবিলে তৃতী’য় স্থানে থাকা রেনে’র বিপক্ষে পাবে না পিএ’সজি।

কিন্তু এই ফরা’সি ফরোয়ার্ডকেও ফ্রান্সের জাতীয় দ’লে রাখা হয়েছে। দলের দুই মূল তা’রকা ছাড়াই খেলতে নেমে গ’ত সপ্তাহে আরবি লাইপজিগের বি’পক্ষে চ্যাম্পিয়নস লি’গের গ্রুপ পর্বের ম্যাচে হেরে গে’ছে পিএসজি। স্বাভাবিকভাবেই মেজা’জ খারাপ ফরাসি জা’য়ান্টদের কোচ টুখে’লের। এর মধ্যে আবার এই’ দুই খেলোয়াড়কে তা’দের নিজ নিজ জাতীয় দলে ডাকায় রী’তিমত খেপেছে’ন তিনি।

টুখেল জা’নেন খেলোয়াড়দের প’ক্ষে জাতীয় দলের ডাক উপেক্ষা করা স’ম্ভব নয়। তবে সেখানে তাদেরকে সাব’ধানতার সাথে রাখা হবে বলে আ’শা প্রকাশ করেন তিনি। টুখেল ব’লেন, ‘খেলোয়াড়দের ডে’কে নেওয়া জাতীয় দল’গুলোর অধিকারে’র মধ্যেই পড়ে। আমরা এখা’নে কিছুই করতে পারি না। কিন্তু য’দি তারা ইনজুরিতে প’ড়ে এবং খেলতে না পা’রে, তাহলে আমি চা’ইব তারা না খে’লুক। ‘



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »