পাকিস্তান থেকে ড্রোনে আসা বিপুল অস্ত্র উদ্ধার জম্মু-কাশ্মীরে

সেপ্টেম্বর ২৩ ২০২০, ০০:১৫

Spread the love

পা’কিস্তান সী’মান্ত দিয়ে ড্রো’নে করে জম্মু-কা’শ্মীরে ফেলে যাওয়া অ’স্ত্র এবং গো’লাবা’রুদ্ধ উ’দ্ধার করেছে নিরা’পত্তা বাহি’নীর সদ’স্যরা।মঙ্গ’লবার (২২ সে’প্টেম্বর) জম্মু ও কা’শ্মীরের আখ’নুর সেক্ট’রের নই’ওয়া’লা খাল এলা’কা থেকে বিপুল পরি’মাণ অ’স্ত্র ও গু’লি উ’দ্ধার করা হয়।

এর মধ্যে ২টি একে ৪৭ রাই’ফেল, ৩টি , ৯০ রাউন্ড গু’লি ও একটি পি’স্তল রয়েছে। সীমান্তের ওপার থেকে এসব অ’স্ত্র ভা’রতীয়’সীমা’নায় পাঠিয়ে দেয়া হয় বলে দাবি জম্মু-কা’শ্মীরের প্রশাসনের।গোয়েন্দা সূত্রের ভিত্তিতে, সীমান্ত এলাকায় অ’ভিযান চালিয়ে পাক-ভা’রত সীমান্তের ১২ কিলোমিটারের ভেতর থেকে অ’বৈধ অ’স্ত্র উ’দ্ধার করা হয়।

জম্মু-কা’শ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের জন্যই ভা’রী অ’স্ত্রগু’লি পাঠানো হয় বলেও দাবি স্থানীয় পু’লিশের।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিয়ন্ত্রণরেখা পার হয়ে ড্রোনের মাধ্যমে অ’স্ত্র পাচার করার ঘটনা বেড়েছে গেছে জম্মু-কা’শ্মীরে। এর পেছনে পা’কিস্তান ভিত্তিক স’ন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মুহাম্ম’দের হাত রয়েছে বলেও দাবি করেন এক জ্যেষ্ঠ কর্মক’র্তা।

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »