সমুদ্রে বিমানবাহী যুদ্ধ জাহাজ মোতায়েন যুক্ত রাষ্ট্রের,আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান

সেপ্টেম্বর ২১ ২০২০, ১২:৫৬

Spread the love

সমুদ্রে বিমানবাহী যুদ্ধ জাহাজ মোতায়েন যুক্ত রাষ্ট্রের,আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান।ইরানের বিরুদ্ধে অবৈধ ভাবে একতরফা অস্র নিষেধাজ্ঞা বহাল রাখার হুমকি দেওয়ার পর,

পারশ্য উপসাগরে বিমানবাহি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট।ইউ এস এস ইমেজ নামের এই বিমানবাহী যুদ্ধ জাহাজটি ইতিমধ্যে হরমুজ প্রণালী পেরিয়ে পারশ্য উপসাগরের পানি সীমায় প্রবেশ করেছে।

গত ১০মাসের মধ্যে এই প্রথম কোন মার্কিন বিমানবাহি যুদ্ধ জাহাজ পারশ্য উপসাগরে মোতায়ন করা হলো।যদিও পালটা আক্রমণের জন্য এরি মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান।যুক্তরাষ্ট্রের পক্ষেথেকে বিবৃতির মাধ্যমে জানানো হয় পারশ্য উপসাগরে একটি ইস্টাইক গুরুপ পাঠানো হয়েছে যার নেতৃত্বে রয়েছে উক্ত জাহাজটি।

পারশ্য উপসাগরে মৃত্যদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে এই ইস্ট্রাইক গুরুপ,বিবৃতে আরো বলা হয়েছে গত জুলাই মাস থেকে ইমিজ ৫৫নৌবহর এলাকার মধ্যে কাজ করছে এবং বর্তমানে তারা প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে।

২০১৯ সালের নভেম্বর মাসের ইউ এস এস আব্রাহাম লিংকন নামে বিমানবাহি যুদ্ধ জাহাজ পারশ্যউপসাগর থেকে চলে যায়।এর ইস্ট্রাইক গুরুপ ইউ এস এস ইমিজ পারশ্য উপসাগরে এলো।গত সপ্তাহে মার্কিন

পররাষ্ট্রমন্ত্রী মাইক প্রাম্পিও বলেছিলেন জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে একাইতা বহাল রাখবে এবং রাশিয়া ও চীনের কাছ থেকে ইরানকে অস্ত্র কেনার সুযোগ দেওয়া হবে না।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »