প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট গ্রহণ শুরু হলো যুক্তরাষ্ট্রে

সেপ্টেম্বর ২০ ২০২০, ১২:১৫

Spread the love

রাজ্যের চার অংগরাজ্য আলছে এই ভোটাভুটি। প্রথম থেকেই ভোটারদের বিপুল পরিমাণ উপস্থিত দেখা গেছে ভোট কেন্দ্রে গুলোগে।

আগাম ভোট শুরুর দিনে মিনেসোটায় প্রচার চালিয়েছে ডোনালট্রাম ও যো-বায়ডেন।যুক্তরাষ্ট্রে জুড়ে চলমান সংকটের জন্য ট্রাম্পের পরিকল্পনাহীন নীতিকে দায়ি করেছেন বায়ডেন।

মহামারি পরিস্থিতির ঝামেলা এড়াতেই এই সুযোগ নিচ্ছেন আগের ভাগের ভোট দেওয়ার প্রকৃয়া।বর্নবাদ বিধি আন্দোলন সহ গেলো কিছুদিন আলোচনায় মিনেসোটা।আগাম ভোট শুরুর দিনে আগাম দুই প্রতিদ্বন্দি ভোট প্রচরনা চালায় এই রাজ্যে। ট্রাম্পের অভিযোগ ডেমোক্রেট প্রশাসনের কারনে অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে মিনেসোটা।

এ দিকে বাইডেন বলেন অবহেলার শিকার রাজ্যেটি।নির্বাচনের একমাস আগে অর্থাৎ তিন অক্টোবর থেকে আগাম ভোটগ্রহণ শুরু হবে আরো বেশ কয়-একটি রাজ্যে। কেদ্রে না গিয়ে ভোটাররা ভোট দিতে পারবেন ডাক বিভাগের মাধ্যেমেও। একসাথে সব ভোট গোননা হবে তিন নভেম্বর নির্বাচন শেষে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »