নেইমারকে ফিরিয়ে আনার ব্যাপারে ক্লাবের ব্যর্থতাও ভালোভাবে নেননি তিনি

বার্সেলনা ছাড়ছেন লিউনেল মেসি !

Spread the love

ঝলক খেলাধুলা ডেস্ক :

প্রতিবছরই মেসিকে নিয়ে বিভিন্ন মিডিয়া বার্সেলনা ছাড়া নিয়ে সংবাদ প্রচার করে । তবে এবছরের আলোচনা একদমই ভিন্ন । বার্সার সাথে নতুন চুক্তিতে মত দেননি মেসি । তাহলে মেসি কি বার্সেলোনা ছাড়ার কথা ভাবছেন? ফুটবলমহলে বাড়ছে এমনই গুঞ্জন। শোনা যাচ্ছে, ক্লাব যে ভাবে চলছে, তাতে তিনি নাকি সন্তুষ্ট নন।

বার্সেলোনার সঙ্গে ২০২১ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কথাবার্তায় এখনো আগ্রহ দেখাচ্ছেন না তিনি। বরং ‘এলএমটেন’ থামিয়েই রেখেছেন এই সংক্রান্ত আলোচনা। ৩৩ বছর বয়সী নাকি ঘনিষ্ঠ মহলে ক্লাবের কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেছেন। গত কয়েক মাসে বার্সেলোনা ক্লাবের পরিচালকদের সঙ্গে বেশ কিছু ব্যাপারে মতান্তর হয়েছে মেসির। প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ থেকে শুরু করে কোচিং স্টাফ, ফুটবলারদের চিকিৎসা, মাঠের ভিতরের পারফরম্যান্স— মেসি সন্তুষ্ট নন নানা ব্যাপারে।

নেইমারকে ফিরিয়ে আনার ব্যাপারে ক্লাবের ব্যর্থতাও ভালোভাবে নেননি তিনি।

অবশ্য অন্য কথাও শোনা যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু খবরই যার জন্য দায়ী। যেমন জানুয়ারি মাসে কোচ আর্নেস্ট ভালভার্দে ছাঁটাই হওয়ার নেপথ্যে নাকি ছিলেন মেসি! এমন খবর ফাঁস হওয়াতেই অস্বস্তিতে পড়েন মেসি।

তবে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে মেসির। যদি ক্লাব ছাড়তে হয়, ততদিন অপেক্ষা করতে হবে মেসিকে ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »