করোনা ভ্যাকসিনের দাম জানাল মডার্না

Spread the love

বিশ্বব্যাপী যে’সব কোম্পানি করোনার ভ্যা’কসিন আবিস্কারে কাজ করছে তা’র মধ্যে অন্যতম যু’ক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কো’ম্পানি মডার্না। প্রা’ণঘাতী ভাইরাসটির ভ্যাকসিন আ’বিষ্কারের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে প্র’তিষ্ঠানটি। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জা’নিয়েছেন, আগামী বছরের শুরুতেই ম’ডার্নার ৫০ লাখ ডোজ ভ্যাকসিন যুক্তরা’জ্যের বাজারে আসতে পারে।

বাজারে আ’সার আগে মডার্না ভ্যাকসিনের সম্ভাব্য মূল্য জা’নিয়েছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে সরকারের কা’ছে প্রতি ডোজ করোনা টিকার দা’ম ২৫ থেকে ৩৭ ডলার করে রাখবে ম’ডার্না। যা বাং’লাদেশি মুদ্রায় ২ হাজার ১৮৮ টাকা থে’কে ৩ হাজার ১৩৫ টাকা দাঁড়ায়।’

প্রতিষ্ঠানটির প্র’ধান নির্বাহী স্টিফেন ব্যানসেল জা’র্মানির একটি সাপ্তাহিককে এ কথা জা’নিয়েছেন। তিনি বলেন, ফ্লুর টি’কার মতোই প্রায় এ’কই খরচ করোনার ভ্যাকসিনের। এ’ই খরচ ১০ থেকে ৫০ মার্কিন ড’লারের মতো।

সম্প্রতি ম’ডার্না দাবি করে, তাদের ভ্যাকসিন প্রায় ৯৫ শ’তাংশ (৯৪ দশমিক ৫ শতাংশ) কা’র্যকর বলে পরীক্ষায় দেখা গেছে।

ইউরোপীয় ইউ’নিয়নের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতি ডোজ ২৫ ড’লারের কম মূল্যে লাখ লাখ ক’রোনার টিকা পেতে মডার্নার স’ঙ্গে একটি চুক্তিতে যেতে চায় ইউ’রোপীয় কমিশন।

মডা’র্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল বলেছেন, ‘এখনো কো’নো চুক্তি সই হয়নি। তবে আমরা ইউরোপীয় কমিশনের সঙ্গে একটি চু’ক্তি সইয়ে কাছাকাছি রয়েছি। আমরা ইউরোপকে টিকা সরব’রাহ করতে চাই। আমরা গঠনমূলক আলোচনায় আছি।’

স্টিফেন ব্যান’সেল উল্লেখ করেন, চুক্তিপত্র প্রস্তুত হওয়ার পর তা সই হবে। দি’ন কয়েকের মধ্যে চুক্তি সই হতে পারে।

এদিকে, চলতি বছ’রের শেষ নাগাদ ফাইজার এনটেকের ৪ কোটি ডোজও বা’জারে আসতে পারে বলে জানা গেছে। এছাড়া ২০২১ সালের মাঝামাঝি স’ময়ে বেলজিয়ামের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান জা’নসেনের ৩ কোটি ডোজ পাওয়ার আশা করা হ’চ্ছে।

 

প্রতিদিনই ক’রোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভ্যা’কসিন বাজারে আসার আগ পর্যন্ত স্বাস্থ্য’বিধি কঠোরভাবে মেনে চলতেই হবে। তবে যে প্রতিষ্ঠানই আগে ভ্যাকসিন আনুক, য’তো দ্রুত সম্ভব, আশা করি, সেটির ডোজ পাবে যু’ক্তরাজ্য, জানিয়েছেন দেশটির স্বা’স্থ্যমন্ত্রী।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »